জেলা সদর শহরের শেঠ পুকুর থেকে চাঁপাডালি পর্যন্ত এই জাতীয় সড়কের কয়েক কিলোমিটারের অবস্থা এতটাই বেহাল যে, প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষকে। বারাসাত শেঠ পুকুর এলাকায় চার চারটি বাইক দুর্ঘটনা সিসিটিভি বন্দি। এদিনও অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন স্কুলের ছাত্রছাত্রীরা।
আরও পড়ুন: ঝাড়খন্ডের জলে ভাসল মুর্শিদাবাদের পড়ুয়া! বিরাট আতঙ্ক এলাকায়, তড়িঘড়ি বড় পদক্ষেপ স্কুল কর্তৃপক্ষের
advertisement
খানাখন্দে ভরা উত্তর ২৪ পরগনার যশোর রোডে উল্টে যায় স্কুল ছাত্রী নিয়ে যাওয়া টোটো। রাস্তার কাদা জলে পড়ে রীতিমত স্নান করতে হয় বারাসাত গার্লস স্কুলের কয়েকজন ছাত্রীদের। স্থানীয় সূত্রে জানা যায়, বারাসাত গার্লস স্কুলের ওই ছাত্রীদের নিয়ে টোটোটি বাড়ি ফিরছিল। সেই সময় শেঠ পুকুর এলাকায় রাস্তার একটি জলে ঢাকা গভীর গর্তে টোটোটির সামনের চাকা ঢুকে যায়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। পিছনে তখন গাড়ি থাকায়, যাত্রীরা আতঙ্কে চিৎকার করেন। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে প্রাণে বাঁচেন তারা।
আরও পড়ুন: বদলে গেল দ্বারকেশ্বর নদের গতিপথ! কেন ঘটল এমনটা? মূলে বিরাট ‘চক্র’, জানুন পুরো ঘটনা
এছাড়াও রাস্তার বেহাল দশা আর কারণে যশোর রোডে একই জায়গায় চার চারটি মোটর বাইক দুর্ঘটনারও সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ঘটে চলা দুর্ঘটনা থেকে শুরু করে ভাইরাল এই টোটো দুর্ঘটনার জন রোষের মুখে পড়ে কতটা নড়েচড়ে বসে প্রশাসন। আদৌ কী মেরামতি হবে নাকি একইভাবে পড়ে থাকবে যশোর রোড তা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ।