সরস্বতী পুজো মানেই ঘুরে ঘুরে ঠাকুর দেখা, বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দ। শুক্রবার পুজো উপলক্ষ্যেই মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন অজয় কির্তনীয়া ও সুজন হালদার নামের দুই যুবক। তাঁরা বাগদার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণচন্দ্রপুরের বাসিন্দা।
advertisement
জানা যাচ্ছে, গতকাল রাত ৯টা নাগাদ বাগদার মামাভাগিনা থেকে অনুষ্ঠান দেখে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন ওই দুই যুবক। বাগদা কাটাখালী এলাকায় একটি টোটোতে সামনে থেকে সজোরে ধাক্কা মেরে সেখানেই লুটিয়ে পড়েন দু’জন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে অজয় কির্তনীয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
অন্যদিকে আরেক যুবক সুজন হালদার বর্তমানে গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক এই ঘটনায় মৃত অজয় কির্তনীয়ার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তরতাজা এক যুবকের এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউ।
