ট্রেন চলাচলের পথে ব্যস্ত সময়ে বিকল হয়ে পড়ে রয়েছে রেলগেট আর তার জেরেই এই বিপত্তি। জানা গিয়েছে, সোদপুর ৮ নম্বর রেলগেট বেশ কিছুদিন বিকল অবস্থায় পড়ে রয়েছে। যার ফলে স্তব্ধ হয়ে পড়েছে যান চলাচল দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। একদিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে অপরদিকে বিটি রোডের সঙ্গে সংযোগ রক্ষাকারী এই গুরুত্বপূর্ণ রাস্তার মাঝেই ৮ নম্বর রেলগেট।
advertisement
এই রাস্তা ব্যবহার করেই পণ্যবাহী যানবাহন থেকে নিত্যদিন যাতায়াত করেন বহু মানুষজন। এই রেল গেটটি বিকল হয়ে পড়ার কারণে চরম দুর্ভোগে পড়েছেন যান চালক থেকে সাধারণ যাত্রীরা। ফ্লাইওভার ব্যবহার করে বন্যবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করার পর থেকেই এই রাস্তা ব্যবহার করে চলত পণ্যবাহী যানবাহন। তবে তারি মাঝে এভাবে গেট বিকল হয়ে পড়ার কারণে দাঁড়িয়ে পড়েছে ট্রাকগুলি। চরম যানজটের সৃষ্টি হয় এতেই। অফিস যাত্রী থেকে স্কুল পড়ুয়াদেরও চরম হয়রানির শিকার হতে হচ্ছে এর কারণে।
যদিও এর কারণে ট্রেন চলাচলে তেমনভাবে প্রভাব না পড়লেও, রেলের তরফ থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে গেট মেরামতির কাজ চলছে। তবে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলেই জানা গিয়েছে। আর এর মধ্যেই প্রাণের ঝুকি নিয়ে চলছে লাইন পারাপার করছেন নিত্যযাত্রীরা৷ আর এই ঘটনায় রেলের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন৷