জানা যাচ্ছে, বেশ কিছুদিন আগে হাওড়ার ওই যুবতী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক বাংলাদেশি যুবকের প্রেমে পড়েন। এরপর প্রেমের টানে অবৈধভাবে বাংলাদেশে পৌঁছন তিনি। কিন্তু ভিন দেশে গিয়ে প্রেমে প্রতারিত হন। এরপর একইভাবে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে ফিরে আসার পথে তারালি সীমান্তের বিএসএফ জওয়ানরা তাঁকে আটক করেন।
আরও পড়ুনঃ বন্ধ হল চিড়িয়াখানার দরজা, পর্যটকদের প্রবেশ নিষেধ! ফের কবে খুলবে?
advertisement
যুবতীকে জিজ্ঞাসাবাদ করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাঁকে গ্রেফতার করে আজ বসিরহাট আদালতে পাঠায়।
প্রেমের টানে কাঁটাতার পেরনোর ঘটনা এর আগেও সামনে এসেছে। হাওড়ার এই যুবতীও ভালবাসার মানুষের কাছে যাবেন বলে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ওপার বাংলায় ছুটে গিয়েছিলেন। সেখানে গিয়ে প্রতারিত হওয়ার পর ফের একই কায়দায় দেশে ফিরতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে যান। তাঁকে গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়েছে স্বরূপনগর থানার পুলিশ।