সূত্রের খবর, শুক্রবার ভোররাতে একদল বাংলাদেশি নাগরিক তারালি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটালিয়নের টহলরত জওয়ানরা তাঁদের আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃতরা ভারতের বিভিন্ন রাজ্য—মুম্বই, দিল্লি, হরিয়ানা ও কেরলের মতো জায়গায় কাজ করতেন। কেউ রাজমিস্ত্রি, কেউ দিনমজুর, আবার কেউ গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। সাম্প্রতিক সময়ে ভারতে বাড়তে থাকা পরিচয় যাচাই অভিযান এবং নথি সংক্রান্ত কড়াকড়ির কারণে তারা আতঙ্কে দেশ ছাড়ার চেষ্টা করেন বলে অনুমান করা হচ্ছে।
advertisement
ধৃতদের মধ্যে রয়েছে ৪ জন মহিলা, ৩ জন পুরুষ ও ৪ জন শিশু। বিএসএফ তাদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় মামলা রুজু করেছে। এদিকে, প্রশ্ন উঠছে—ভারতে ‘এসআইআর’ চালুর আতঙ্কেই কি তারা হঠাৎ দেশ ছাড়ার পরিকল্পনা করল? পুলিশ ও গোয়েন্দা বিভাগ বিষয়টি খতিয়ে দেখছে।

