আরও পড়ুনঃ রাতের অন্ধকারে মদের দোকানে হামলা! বোতল ভাঙচুর! পটাশপুরে হচ্ছে টা কী?
হাবরার বিস্তীর্ণ এলাকায় জল জমার জন্য স্বরূপনগরের টিপি বাঁধকেই দায়ী করলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর দাবি, ইছামতি ও যমুনা নদীর জলস্তর নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হওয়ায় হাবড়ার বিভিন্ন এলাকায় বৃষ্টির জল জমা হচ্ছে। এই পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি দিতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন।
advertisement
বিধায়কের আশ্বাস, বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যাতে দ্রুত জল নেমে যায়, সেই পদক্ষেপ ইতিমধ্যেই শুরু হয়েছে। টিপি বাঁধের সমস্যার সমাধান হলে ভবিষ্যতে আর হাবড়া এলাকায় জল জমার সমস্যা তৈরি হবে না বলেই তিনি আশা প্রকাশ করেছেন।
এদিন জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়ার জলমগ্ন বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তাঁদের আশ্বস্ত করে বিধায়ক জানান, সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।