উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার সারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের ১৩৪ নম্বর বুথের ঘটনা। বছর ত্রিশের লাল্টু ধাবক বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। এর আগে ইউরোপে থাকতেন তিনি। গত সাত বছর ধরে তিনি অবৈধভাবে এদেশে থাকছেন। যুবকের বাবা-মা বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। তার শ্বশুর ইয়াদুত ধাবক ও শাশুড়ি রহিমা বিবি। তাদেরকে বাবা-মার পরিচয় দিয়ে ভোটার কার্ড এবং আধার কার্ড সবটাই হাসিল করেছেন তিনি।
advertisement
বাংলাদেশি যুবকের স্ত্রী সালেহা বিবি অকপটে স্বীকার করলেন যে, তাদের কোন ভাই নেই। তার শ্বশুরের দুই ছেলে। একজন বাংলাদেশেই থাকেন অপরজন বিয়ে করে ভারতে থাকছে। তাই জামাইকে ছেলের পরিচয় দিয়ে ভোটার কার্ড এবং আধার কার্ড বানিয়ে দিয়েছেন।
আরও পড়ুনঃ নিউটাউনে নাবালিকা ধ*র্ষণ এবং খু*নের ঘটনায় অভিযুক্ত রিকশা চালকই দোষী! রায় বারাসাত পকসো আদালতের
পরিবারের কোন সদস্যই এই বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ। জিজ্ঞাসাবাদ করতে গেলে পরিবারের কেউ দরজা দিয়ে ভিতরে ঢুকে যান। আবার কেউ মুখ ঢেকে নেন। প্রশ্ন উঠছে, কীভাবে এই যুবক সীমান্তে ভুয়ো নথিপত্র দেখিয়ে ভোটার কার্ড এবং আধার কার্ড বানিয়ে বসবাস করছেন। তাও দীর্ঘ সাত বছর ধরে।