TRENDING:

সর্বনাশ! বিটি রোডের ধারে লাইট পোস্টে বইছে কারেন্ট, হাত দিলেই খেল খতম, পৌরসভার আড়ালে কাদের কুকীর্তি?

Last Updated:

লাইট পোস্টে লাগানো বিজ্ঞাপনের হোর্ডিং, বোর্ডের লাইনে বৃষ্টির জল লেগে গোটা লাইট পোস্ট দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। একবার হাত লাগলেই ঘটবে কেলেঙ্কারি কাণ্ড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পানিহাটি, উত্তর ২৪ পরগণা, সুবীর দেঃ পানিহাটি পৌরসভার অন্তর্গত বিটি রোডের দু’ধারে রয়েছে একাধিক লাইট পোস্ট। সামনেই আসছে দুর্গাপুজো। আর তার আগে দুর্গাপুজো আসতেই বিভিন্ন বেসরকারি কোম্পানির বিজ্ঞাপনের হোর্ডিং, বোর্ড লাগানো হচ্ছে ওই সমস্ত লাইটপোস্টে। পানিহাটি পৌরসভার কোনো অনুমতি ছাড়াই লাগানো হচ্ছে এই সমস্ত বিজ্ঞাপনের হোর্ডিং। হোর্ডিংয়ের আলো জ্বালানোর জন্যে বিদ্যুতের লাইন নেওয়া হচ্ছে পৌরসভার থেকেই। কিন্তু কারা পৌরসভার এই কুকীর্তির সঙ্গে জড়িত রয়েছে। সেটা জানা সম্ভব হচ্ছে না।
পানিহাটি পৌরসভার অনুমতি ছাড়া বিটি রোডের ধারে লাইট পোস্টে অবৈধভাবে লাগানো বিজ্ঞাপনের বোর্ড
পানিহাটি পৌরসভার অনুমতি ছাড়া বিটি রোডের ধারে লাইট পোস্টে অবৈধভাবে লাগানো বিজ্ঞাপনের বোর্ড
advertisement

আরও পড়ুনঃ হাসিনা সরকারের আমলের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের ভারতে অনুপ্রবেশের চেষ্টা, লুকিয়ে হাকিমপুর চেকপোস্ট পার… BSF যা খেল দেখাল

এদিকে লাইট পোস্টে লাগানো বিজ্ঞাপনের হোর্ডিং, বোর্ডের লাইনে বৃষ্টির জল লেগে গোটা লাইট পোস্ট দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। একবার হাত লাগলেই ঘটবে কেলেঙ্কারি কাণ্ড। পোস্টে টেস্টার লাগিয়ে দেখা যাচ্ছে, গোটা লাইট পোস্ট হয়ে রয়েছে কারেন্ট। যে সমস্ত মানুষজন ওই রাস্তা দিয়ে যাতায়াত করছেন লাইট পোস্টে তাঁদের হাত লেগে যখন তখন বড়সড় দুর্ঘটনা ঘটে পারে। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচারীরা।

advertisement

আরও পড়ুনঃ  ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি-তেই শুরু হচ্ছে MBA! সেমেস্টার প্রতি কত কোর্স ফি? জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

এই অবৈধ বিজ্ঞাপনের হোর্ডিং লাগানো নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পানিহাটি পৌরসভার বিদ্যুৎ দপ্তরের পুর পারিষদ সদস্য তাপস দে। তিনি বলেন, কেউ এই ধরনের বিজ্ঞাপনের হোর্ডিং বোর্ড লাগানোর জন্য পৌরসভার অনুমতি নেয় না। অথচ এই সমস্ত হোর্ডিং বোর্ড লাগানোর জন্য পৌরসভা থেকে বিদ্যুৎ নেওয়া হচ্ছে। পৌরসভার কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই ধরনের অবৈধ বিজ্ঞাপনের বোর্ডের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পানিহাটি পৌরসভা। এমনটাই ফোনে জানিয়েছেন চেয়ারম্যান সোমনাথ দে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সর্বনাশ! বিটি রোডের ধারে লাইট পোস্টে বইছে কারেন্ট, হাত দিলেই খেল খতম, পৌরসভার আড়ালে কাদের কুকীর্তি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল