TRENDING:

পুলিশ পেটানোর নিদান ! লকেট-সহ ৬জন বিজেপি নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: ‘পুলিশকে পেটান’ ৷ বছর কয়েক আগে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের এই মন্তব্যে তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি ৷ এবার সেই একই কায়দায় পুলিশ পেটানোর নিদান দিয়ে মামলার গেরোয় বিজেপি নেতা-নেত্রীরা ৷ সোমবার বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করল বীরভূম জেলা পুলিশ ৷ লকেট ছাড়াও বিজেপি নেতা কালোসোনা মণ্ডল-সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ ৷
advertisement

রবিবার বীরভূমের মহম্মদবাজারে রামপুরে বিজেপির একটি সভার আয়োজন করা হয়েছিল ৷ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল এবং বিজেপি সমসংখ্যক আসন পেলেও এখনও পর্যন্ত পঞ্চায়েত বোর্ড গঠন হয়নি ৷ তার প্রতিবাদেই সভা করছিল বিজেপি ৷ সেই অনুষ্ঠানেই প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন মহিলা মোর্চা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় ৷ সেই জনসভা বক্তব্য রাখছিলেন কালোসোনাও ৷ মঞ্চ থেকেই পুলিশ পেটানোর নিদান দেন বিজেপি নেতা কালোসোনা মণ্ডল ৷

advertisement

আরও পড়ুন: গভীর রাতে কেঁপে উঠল শহর, ছড়িয়েছে আশঙ্কা

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

পুলিশ সূত্রে খবর, রামপুরে এদিন সভা করার অনুমতি না থাকলেও জোর করে সভা করে বিজেপি ৷ পাশাপাশি মঞ্চ থেকে উস্কানিমূলক মন্তব্য করার জেরে লকেট এবং কালোসোনা-সহ ৬ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুলিশ পেটানোর নিদান ! লকেট-সহ ৬জন বিজেপি নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা