বারে বারে প্রশাসনকে জানিয়েও হয়নি সমস্যার সমাধান। রাস্তা না হওয়ার কারণে নানান সমস্যার মধ্যে পড়ছেন গ্রামবাসীরা। গ্ৰামে কেউ অসুস্থ হলে গ্রামে ঢোকে না অ্যাম্বুলেন্স। গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে হয় খাটিয়ায় করে। এই রাস্তা সমস্যার কারণে ভেস্তে যাচ্ছে একাধিক বিয়ে। আর বর্ষার দিনে এই রাস্তার অবস্থা একেবারেই ভয়ঙ্কর হয়ে ওঠে।
advertisement
এ বিষয়ে গ্রামবাসীরা বলেন, এই রাস্তার কারণে মাঝে মধ্যেই বিপদ ঘটছে। ছোট ছোট শিশুরা আইসিডিএস সেন্টারে যেতে পারছে না। মেয়ের বিয়ে ঠিক হলে বিয়ে ভেঙে যাচ্ছে। এমনকি এই গ্রামে কেউ নিজের বিয়ে করে আসতেও চাইছে না। প্রসূতি মহিলাদের নিয়ে যেতে গেলে সমস্যায় পড়তে হচ্ছে। প্রসূতি মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে দুর্ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার। তাই তারা অবিলম্বে রাস্তা নির্মাণের দাবি করছেন।
এ বিষয়ে মানবাজার এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর বলেন, বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত সমস্যার সমাধান হবে। বর্তমানে এই সময় দাঁড়িয়েও রাস্তা না হওয়ার কারণে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন মানবাজারে এক নম্বর ব্লকের পায়রাচালী অঞ্চলের গোবদ্দা ও কোলডিহা গ্রামের বাসিন্দারা। কবে তাদের সমস্যার সমাধান হবে সেই অপেক্ষাতেই রয়েছেন তারা।