তাঁরা সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কুণাল ঘোষ ও চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, ‘এনআইএ আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা তদন্ত ও অভিযানের নামে তাঁদের উপর যে কী ভয়ঙ্কর অত্যাচার করেছেন, সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা আমাদের নেতৃত্বের সামনে তুলে ধরলেন ভুক্তভোগীরা। বিশেষ করে সেখানকার মহিলারা।’
আরও পড়ুন: অনলাইনে পাসপোর্টের নাম এবং ঠিকানা পরিবর্তন করবেন কীভাবে? জেনে নিন ধাপে ধাপে, খুব সহজ নিয়ম
advertisement
ভূপতিনগরের বাসিন্দা মহিলাদের অভিযোগের উপর ভিত্তি করে ইতিমধ্যেই এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এই মহিলাদের অভিযোগ, সিআইএসএফ এবং এনআইএ আধিকারিকরা ভোর-রাতে জোর করে তাঁদের ঘরের ভিতর ঢুকে পড়েন। তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন, শারীরিক নিগ্রহ করেন এবং শ্লীলতাহানি করেন।
আরও পড়ুন: অবিশ্বাস্য! অ্যাপ ক্যাবের রাইড শেষে বিল এল ৭,৬৬,০০,০০০ টাকা, যাত্রীর অবস্থা কী তারপর জানেন?
রবিবার সকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেই সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গোপনে এক উচ্চপদস্থ এনআইএ আধিকারিকের সঙ্গে বৈঠক করেন এবং সেই বৈঠকে সন্দেহজনক একটি সাদা প্যাকেট দেওয়া-নেওয়া করা হয়। শাসকদলের পক্ষ থেকে সাফ হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কেউ যদি এই ঘটনা অস্বীকার করেন, তাহলে দলের তরফে ওই বিজেপি নেতার সেদিন ওই এনআইএ আধিকারিকের বাসভবনে উপস্থিত থাকার প্রমাণ স্বরূপ সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হবে।
আবীর ঘোষাল