পুলিশ সূত্রে খবর, মৃত ওই পুলিশ কনস্টেবলের নাম জ্যোতিষ দেবনাথ। এই ঘটনায় গুরুতর আহত কনেস্টেবল ও অপর এক সিভিক ভলেন্টিয়ারকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ওই জ্যোতিষ দেবনাথ নামের ওই কনস্টেবলের।
আরও পড়ুন: ভারতের কোন রাজ্য থেকে ‘সবচেয়ে’ বেশি ‘IAS অফিসার’ বেরোয় জানেন….? চমকে উঠবেন ‘নামে’!
advertisement
রাত ১০:৩০ নাগাদ ইকোপার্কের দুই নম্বর গেটের কাছে পুলিশের পেট্রোলিং চলাকালীন একটি বাইক বেপরোয়া গতিতে যাচ্ছিল তার পিছনেই ছিল একটি চারচাকা গাড়ি চার চাকা গাড়িটিও বেপরোয়া গতিতে সজোরে ধাক্কা মারে সাইকেলে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই পুলিশ কনস্টেবলের।
আরও পড়ুন: এই ‘গাছ’ টেনে আনে সোনা…! একবার পুঁতলে সোনাই সোনা? চমকে দেবে গবেষণা!
বাইক আরোহীর অবস্থাও আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছয় ইকো পার্ক থানার পুলিশ। সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ আরও একটি সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে। কী ভাবে দুর্ঘটনা ঘটে তা বিস্তারিত তদন্তের পরেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।