নিউটাউন: স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় দুই অভিযুক্ত রাজু ঢালী এবং তুফান থাপার মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পাঠানো হল ফরেন্সিকে। রাজু এবং তুফানের মোবাইল ফোনের কল রেকর্ড পুলিশ খতিয়ে দেখছে খুনের পরে কোথায় কোথায় গিয়েছিল। কার কার সাথে যোগাযোগ করেছিল।
advertisement
যাদের যাদের সাথে কথা হয়েছিল ফোনে তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে। অপহরণ এবং খুনে ব্যবহৃত বিডিওর গাড়ি থেকেও রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি এবার গোয়েন্দাদের নজর বিডিওর মোবাইল ফোন।
আরও পড়ুন: দিল্লিতে বি*স্ফো*রণের জের, আজ থেকে তিন দিন পর্যটকদের জন্য বন্ধ থাকবে লাল কেল্লা
নিউটাউনের যাত্রাগাছিতে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগে এবার নাম জড়াল জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও-র।সূত্রের খবর, বিডিও-কে ২৯ তারিখ এয়ারপোর্টে এই নীল বাতি গাড়িতে করেই ছাড়তে গিয়েছিল অভিযুক্ত রাজু ঢালী। এই গাড়িতে করে অপহরণ করে দেহ লোপাট করে ফেলে দেয়া হয়েছিল সেই গাড়িতে করেই বিডিওকে ছাড়তে গিয়েছিল চালক রাজু ঢালী।
আরও পড়ুন: স্থির হয়ে গিয়েছে ২০২৬ আইপিএলের নিলামের দিনক্ষণ! দল বদলাতে পারেন একাধিক তারকা ক্রিকেটার
তাছাড়া, পুলিশের হাতে এসেছে যাত্রাগাছি খালের সিসি ক্যামেরা ফুটেজ—যে রাস্তা দিয়ে খুনের পর দেহ নিয়ে যাওয়া হয়েছিল, সেই পথের প্রতিটি মুহূর্ত ধরা পড়েছে ওই ফুটেজে। সূত্রের খবর, ওই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে নিউটাউনের ফ্ল্যাট থেকে একটি গাড়ি দ্রুত গতিতে বেরিয়ে নিউটাউন নতুন ব্রিজ পার হয়ে যাত্রাগাছি খালের দিকে যাচ্ছে। ওই গাড়ির নীল বাতি স্পষ্ট দেখা গিয়েছে—যা প্রশাসনিক গাড়ি বলে মনে করছে পুলিশ। তদন্তে ইতিমধ্যেই উঠে এসেছে, গাড়িটি বিডিও প্রশান্ত বর্মণের গাড়ি বলেই সন্দেহ।
