TRENDING:

আয়া ও তার পুরুষসঙ্গীর ছক? নিউ গড়িয়ার আবাসনে খাটের তলা থেকে দেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়

Last Updated:

New Garia Panchasayor Murder: দক্ষিণ কলকাতার নিউ গড়িয়া কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বাড়ি থেকে ৭৯ বছরের বৃদ্ধা বিজয়া দাসের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউ গড়িয়ার আবাসনে বৃদ্ধার মর্মান্তিক খুনে গ্রেফতার দুই! তাদের মধ্যে রয়েছে আয়াও। জানা গেল নির্মম সত্য। দক্ষিণ কলকাতার নিউ গড়িয়া কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বাড়ি থেকে ৭৯ বছরের বৃদ্ধা বিজয়া দাসের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। হাত পা বাঁধা অবস্থায় সেই দেহ পড়েছিল খাটের তলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে প্রায় ৬টা ২৫ মিনিট নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পঞ্চসায়র থানার পুলিশ।
নিউ গড়িয়ার পঞ্চসায়র আবাসন থেকে উদ্ধার হল এক বৃদ্ধার দেহ। সকালে হাত-পা বাঁধা অবস্থায় দেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পঞ্চসায়র থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম বিজয়া দাস। কীভাবে এই মৃত্যু ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
নিউ গড়িয়ার পঞ্চসায়র আবাসন থেকে উদ্ধার হল এক বৃদ্ধার দেহ। সকালে হাত-পা বাঁধা অবস্থায় দেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পঞ্চসায়র থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম বিজয়া দাস। কীভাবে এই মৃত্যু ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement

বৃদ্ধার পরিচারিকা মাধুমিতা হালদার প্রতিদিনের মতো ডাকাডাকি করলেও কোনও সাড়া না পেয়ে সন্দেহ করেন। এরপর পুলিশ এসে দেখতে পায়, সিঁড়ির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বিজয়া দেবী। তাঁর স্বামী প্রসান্ত দাসকে ঘরের মেঝেতে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত বিজয়া দেবীকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

advertisement

২৫০ কোটির প্রাসাদ! গুঁড়িয়ে দিল বুলডোজার… ধংসস্তূপে মিলল ‘গভীর জলের মাছ’! কে জানেন?

রেলযাত্রীদের জন্য সুখবর! ২২ অগাস্ট থেকে চালু হচ্ছে নতুন লোকাল ট্রেন! কোন রুটে দেখে নিন

ফরেনসিক ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। বাড়ির পেছনের গেট খোলা অবস্থায় পাওয়া যায়। পুলিশ সূত্রে খবর, মৃতার ছেলে অন্য শহরে থাকেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

advertisement

দুই অভিযুক্ত গ্রেফতার

ঘটনার তদন্তে নেমে পুলিশ শনিবার ভোরেই দু’জনকে আটক করে। পরে জেরার সময় অসঙ্গতি ধরা পড়ায় তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম—

‘রাশিয়ান স্পাই’ তকমা! যুদ্ধবিমান নির্মাতার ছেলে! এ কাকে ভারতের ‘রাষ্ট্রদূত’ করছেন ট্রাম্প? জানলে তাজ্জব হবেন!

  1. আশালতা সরদার (৩৬), স্বামী হেমন্ত সরদার, মেহেরপুর, থানা ধলহাট, দক্ষিণ ২৪ পরগনা। তাঁকে গ্রেফতার করা হয় নারেন্দ্রপুর থানার অন্তর্গত জলট্যাংকের ভাড়া বাড়ি থেকে শনিবার সকাল ৮টা ০৫ মিনিটে।
  2. advertisement

  3. মহম্মদ জালাল মীর (৪১), পিতা প্রয়াত ফকির মীর, গ্রাম উত্তর দুর্গাপুর, পোষ্ট ভজনা রামচন্দ্রনগর, থানা ধলহাট, দক্ষিণ ২৪ পরগনা। তাঁকে গ্রেফতার করা হয় তাঁর বাড়ি থেকে শনিবার রাত ১টা ৪০ মিনিটে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পুলিশের প্রাথমিক অনুমান, চুরির উদ্দেশ্যেই খুন হতে পারে। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আয়া ও তার পুরুষসঙ্গীর ছক? নিউ গড়িয়ার আবাসনে খাটের তলা থেকে দেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল