TRENDING:

Railway News: রানাঘাট স্টেশনে বড় বদল! নিত্যযাত্রীদের আরও বেশি সুবিধা! কী ভাবে, সবটা জেনে নিন

Last Updated:

Railway News: রাণাঘাটের আশপাশের ডিজেল লোকোদের আর বেলিয়াঘাটা লোকো শেড/শিয়ালদহ-তে ফুয়েলিংয়ের জন্য যেতে হবে না, যা ক্রু, ফুয়েল খরচ এবং দূরত্বকে  কমাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিয়ালদহ ডিভিশন রাণাঘাটে আরেকটি ফুয়েলিং ইনস্টলেশন চালু করল । ফুয়েলিং ইনস্টলেশন রেলওয়ে যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো, যা অপারেশনাল দক্ষতা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডাউনটাইম কমানোর পাশাপাশি দ্রুত ফুয়েলিং নিশ্চিত করে ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করতে পারে, ফলে সময় কমে এবং সামগ্রিক দক্ষতা বৃদ্ধি পায়। সঠিক নিরাপত্তা বৈশিষ্ট্য-সহ ফুয়েলিং ইনস্টলেশন দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে ট্রেন চলাচলের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। এছাড়াও, এটি খরচ কমাতে এবং আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
News18
News18
advertisement

ফুয়েলিং ইনস্টলেশনগুলো রেলপথের পাশে কৌশলগতভাবে অবস্থিত হওয়া আবশ্যক, যাতে ট্রেনগুলো সুবিধাজনক স্থানে ফুয়েল নিতে পারে। অধিক সুবিধাজনক ফুয়েলিং ব্যবস্থা প্রদান করতে, শিয়ালদহ ডিভিশন রাণাঘাটে আরেকটি আধুনিক ফুয়েলিং পয়েন্ট ডিজেল লোকোমোটিভের জন্য চালু করেছে। পূর্ণরূপে ওভারহলিং, পরীক্ষণ এবং ক্যালিব্রেশন শেষে রাণাঘাট ফুয়েলিং ইনস্টলেশনটি চালু করা হয়েছে। এর ফলে রাণাঘাটের আশপাশের ডিজেল লোকোদের আর বেলিয়াঘাটা লোকো শেড/শিয়ালদহ-তে ফুয়েলিংয়ের জন্য যেতে হবে না, যা ক্রু, ফুয়েল খরচ এবং দূরত্বকে  কমাবে।

advertisement

রাণাঘাটে নতুন ফুয়েলিং ইনস্টলেশনটি ট্রেনের কার্যকর, নিরাপদ এবং পরিবেশবান্ধব অপারেশন নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, পাশাপাশি খরচ কমিয়ে আয় উৎপাদনে সাহায্য করবে। মালগাড়ির ওয়াগন পরীক্ষার জন্য বালিগঞ্জ এবং রানাঘাট স্টেশনে বিশেষ ব্যবস্থা চালু করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। এত দিন ওই সব ওয়াগন পরীক্ষা করার জন্য নৈহাটি নিয়ে যেতে হত বলে রেল সূত্রের খবর। এর ফলে খালি ওয়াগনের রেক নিয়ে যাওয়ার জন্য আলাদা করে সময় নির্ধারণ করতে হত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুবহু যেন কাশ্মীরের বৈসারন ভ্যালি, বাংলার এই জেলা ট্যুরিস্টদের স্বাগত জানাচ্ছে
আরও দেখুন

পাশাপাশি ভাবার বিষয় ছিল যে, কখন রেললাইন তুলনামূলক ভাবে ফাঁকা থাকবে। এ সবের ফলে সব রকম যাত্রীবাহী ট্রেন ছাড়াও মালগাড়ির ক্ষেত্রেও সময়ানুবর্তিতা রক্ষা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াত।রানাঘাটেও চালু এবং ব্যবহৃত ওয়াগন পরীক্ষা করার পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। ফলে পণ্য পরিবহণের কাজে সুরক্ষা তৎপরতা বাড়বে। এতে সময়ও অনেকটাই সাশ্রয় হবে বলে জানাচ্ছেন রেলের আধিকারিকেরা। তাতে সার্বিক পণ্য পরিবহণ ব্যবস্থারও উন্নতি ঘটবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Railway News: রানাঘাট স্টেশনে বড় বদল! নিত্যযাত্রীদের আরও বেশি সুবিধা! কী ভাবে, সবটা জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল