TRENDING:

বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র জঞ্জাল সমস্যায় নাজেহাল

Last Updated:

বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র জঞ্জাল সমস্যায় নাজেহাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাঁথি: নিউ দিঘা এবং উদয়পুর বিচ থেকে মাত্র ২০০ মিটার মধ্যে জঞ্চালের স্তুপ। গোটা দিঘার যত আবর্জনা ফেলা হচ্ছে ঝাইবনে। জঞ্জালের পাহাড় পেরিয়ে বিচে যেতে হচ্ছে পর্যটকদের। বারবার অভিযোগ করার পরও পুরসভার কোনও ভ্রুক্ষেপ নেই বলে অভিযোগ স্থানীয়দের।
advertisement

দিঘার সৌন্দর্যায়নের ওপর বারবার জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও কেনও এই অবহেলা? উঠছে প্রশ্ন।

সমুদ্র তীরে দাঁড়িয়ে সামনে দিগন্ত বিস্তৃত নীল জলরাশি। পিছনে ঝাউবনের শিতল ছায়া। কিন্তু ঝাউবনের ভিতর কিছুটা গেলেই আঁতকে ওঠার যোগার। যে দিকে চোখ যায় শুধুই আবর্জনা। জঞ্জালের স্তুপে চড়ে বেরাচ্ছে গরু, ছাগল, কুকুর। মাঝে মধ্যেই নোংরা ফেলে যাচ্ছে আবর্জনা ভরতি ট্রাক। নিউ দিঘা এবং উদয়পুর বিচ থেকে মাত্র ২০০ মিটার দুরত্বে ঝাউবনে ঢুকলেই ধরা দেবে এই ছবি। দিঘার সমস্ত হোটেল, রাস্তাঘাট থেকে হাসপাতাল। সব জায়গার জঞ্জাল একেবারে পরিকল্পনাহীনভাবেই ঝাউবনের ভিতর ফেলা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

advertisement

জঞ্জালের স্তুপের পাশ দিয়ে চলে গেছে রাস্তা। এই রাস্তা দিয়েই বিচে যেতে হয় পর্যটকদের। একই রাস্তা যায় সায়েন্স সেন্টারের দিকে। কিন্তু দুর্গন্ধের কারণে ওই রাস্তা দিয়ে চলাফেরাই দুষ্কর হয়ে উঠেছে। নাকে রুমাল চাপা দিয়েও যাতায়াত করতে পারছেন না পর্যটকরা।

শহর ছেড়ে দূরে কোথাও আবর্জনা না ফেলে সমুদ্র সৈকত লাগোয়া ঝাইবনে কেন ফেলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন পর্যটক এবং স্থানীয়রা। এই নিয়ে জেলা শাসকের সঙ্গে যোগাযোগ করা হলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আবর্জনার গন্ধে অনেকেই এলাকা থেকে দোকান তুলে দিয়েছেন। ঘুরতে এসে ক্ষোভপ্রকাশ করছেন পর্যটকরাও। দ্রুত সমস্যা সমাধান না হলে দিঘার পরিবেশ তো বটেই পর্যটনেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র জঞ্জাল সমস্যায় নাজেহাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল