আরও পড়ুন: জয়নগরে আচমকাট্রান্সফর্মায় আগুন! তীব্র গরমে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা
নতুন এই ল্যাব শুধু পশ্চিমবঙ্গ নয়, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি (যেমন ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা ও অসম) এর সুবিধা পাবে। জটিল মামলার তদন্তে এই ল্যাব কার্যকর ভূমিকা নেবে বলেই মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: প্রত্যন্ত গ্রামীণ এলাকায় রেল স্টেশন, রেলকর্মীর ব্যক্তিগত উদ্যোগ, চমকে দেবে এই ভাবনা
advertisement
নতুন ভবনে থাকছে জীববিজ্ঞান, সেরোলজি, ডিএনএ বিশ্লেষণ, মাদকদ্রব্য পরীক্ষণ, রসায়ন, কম্পিউটার ফরেনসিক, মনোবিজ্ঞান ও পদার্থবিদ্যা-সহ নানা বিভাগ। যা একাধিক রাজ্যে ছড়িয়ে থাকা মামলার দ্রুত ও নির্ভুল তদন্তে সহায়তা করবে। দেশের নতুন আইনে ফরেনসিক প্রমাণ, নথিপত্র ও বিজ্ঞানসম্মত বিশ্লেষণের ভিত্তিতে দোষীদের শাস্তি দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। তাই ফরেনসিক ল্যাবগুলির গুরুত্ব এখন আগের চেয়ে অনেকাংশেই বেড়েছে। ফলে এই ল্যাব প্রযুক্তি ও দক্ষতার সংমিশ্রণে অপরাধ দমন ও বিচার ব্যবস্থায় নতুন গতি আনবে।