অভিযোগকারী গৃহবধূ অপর্ণা ভট্টাচার্য জানিয়েছেন, এদিন বিকাল চারটে নাগাদ তিনি স্নান সেরে ঘরে ফেরার পর প্রতিবেশী শঙ্কর চক্রবর্তী তাঁর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে। চিৎকার শুনে ছুটে আসেন মহিলার স্বামী বিশ্বজিৎ ভট্টাচার্য। তখন তাঁর হাত ছাড়িয়ে পালিয়ে যায় অভিযুক্ত। পরে অভিযুক্ত শঙ্কর তার দুই ভাই অমর, সঞ্জয় তাদের স্ত্রীকে নিয়ে অপর্ণাদের বাড়িতে আসেন। অভিযোগ, দাঁ, লাঠি, বাঁশ রড নিয়ে বেধড়ক মারধর করা হয় অপর্ণা, তাঁর স্বামীকে। নিগ্রহের হাত থেকে বাদ যাননি অপর্ণার বৃদ্ধা শাশুড়ি। বৃদ্ধার হাতে দা-য়ের কোপ মারা হয় বলে অভিযোগ। নিস্তার পায়নি দুধের শিশুও। বাঁশের আঘাত এসে পড়ে তার উপরও। পরে প্রতিবেশীদের সাহায্য নিয়ে থানায় অভিযোগ জানান নিগৃহীতা। স্থানীয়রাই আহত পরিবারটিকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে। গোপালপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement