TRENDING:

Student Death: ১৯ বছরেই শেষ হয়ে গেল সব...! চায় নি ডাক্তার হতে, বাবা-মা জোর করতেই ভয়ঙ্কর পরিণতি মেধাবী ছাত্রীর

Last Updated:

Student Death: বাবা মা চান মেয়ে ডাক্তারি নিয়ে পড়ুক। কিন্তু ডাক্তার হতে চায়নি মেধাবী ছাত্রী, আর তাই নিয়েই শুরু হয়ে পরিবারের সঙ্গে মতবিরোধ। রাগে-অভিমানে আত্মহত্যা মেধাবী ছাত্রীর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন্দীগ্রাম: নিট পরীক্ষায় পাশ করলেও ডাক্তার হতে চায়নি। কিন্তু বাবা মা চান মেয়ে ডাক্তারি নিয়ে পড়ুক। তাই নিয়ে মতবিরোধ। রাগে-অভিমানে আত্মহত্যা মেধাবী ছাত্রীর৷
বিপনচিকার পরিবার এই মৃত্যুকে আত্মহত্যা নয়, “ডাবল মার্ডার” বলে দাবি করেছে। ইউএই পুলিশও এই মামলার তদন্ত করছে।
বিপনচিকার পরিবার এই মৃত্যুকে আত্মহত্যা নয়, “ডাবল মার্ডার” বলে দাবি করেছে। ইউএই পুলিশও এই মামলার তদন্ত করছে।
advertisement

রাত দুপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী। নন্দীগ্রামে মেধাবী ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে বিরাট চাঞ্চল্য গোটা এলাকায়৷

আরও পড়ুন-দিঘায় ধুন্ধুমার কাণ্ড…! রাতের অন্ধকারে হোটেলে অভিযান চালাতেই কেলেঙ্কারি ফাঁস! পর্যটকদের বার করে দেওয়ার পরই যা ঘটল…

নন্দীগ্রামের খোদামবাড়ি এলাকার বাসিন্দা ছাত্রী ১৯ বছরের দীপশিখা মাইতি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

advertisement

আরও পড়ুন-‘বিগ বস’-এ বিরাট চমক…! বাংলার ‘এই’ তারকা এবার সলমনের মুখোমুখি, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

সন্দেহ করা হচ্ছে, পরিবারের সঙ্গে মতবিরোধ থেকেই গলায় দড়ির ফাঁস লাগিয়ে  আত্মঘাতী হয়েছে মেধাবী ছাত্রী। রাতেই রেয়াপাড়া গ্ৰামীন হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Student Death: ১৯ বছরেই শেষ হয়ে গেল সব...! চায় নি ডাক্তার হতে, বাবা-মা জোর করতেই ভয়ঙ্কর পরিণতি মেধাবী ছাত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল