মোট ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এই জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে। আগামী ২০ ডিসেম্বর মূল পর্বের খেলা হবে। নেতাজি সুভাষ এরিনার ইন্ডোর কমপ্লেক্স ও আউটডোর মাঠে খেলা চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায়চৌধুরী, সাউথ এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আনন্দেশ্বর পান্ডে, স্থানীয় বিধায়ক অসিত মজুমদার, তপন দাশগুপ্ত, চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, নেতাজি সুভাষ এরিনার সিইও তম্ময় রায় চৌধুরী সহ বিশিষ্টজনেরা।

advertisement

আরও পড়ুনঃ হাতি তাড়ানোর সময় আচমকা হামলা! জঙ্গলের মধ্যেই বন কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ, গ্রেফতার ৩ গ্রামবাসী

খেলোয়াড়দের মাঠ প্রদক্ষিণ ও চুঁচুড়ার টেকনো ইন্ডিয়া গ্রুপ স্কুলের ছাত্রছাত্রীদের নৃত্য, গান জাতীয় ও রাজ্য সঙ্গীতের মধ্যে দিয়ে এই খেলার সূচনা হয়। প্রথম ম্যাচে মুখোমুখি হয় কর্নাটক ও অন্ধ্রপ্রদেশ। খেলা শুরুর আগে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায়চৌধুরী।

advertisement

সত্যমবাবু বলেন, আমার নিজের শহর চুঁচুড়ায় জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ হচ্ছে। অনেক দিন পর ফের বাংলায় হচ্ছে।আমার খুশি। সবাই দেখতে পাবে। এর আগে এত বড় ইভেন্ট হয়নি। পাঁচদিন ধরে সবাই মিলে একটা উৎসব উদযাপন করবে। বাইরের রাজ্য থেকে যারা আসছেন তাঁরা বাংলার স্বাদ পাবেন। আগামীদিনে এই নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় জাতীয়, আন্তর্জাতিক প্রতিযোগিতা হবে। টেকনো ইন্ডিয়া স্পোর্টস ইউনিভার্সিটির একটি অঙ্গীকার ছিল চুঁচুড়াকে আন্তর্জাতিক মানচিত্রে জায়গা করে দেওয়া, সেই চেষ্টাই করব।

advertisement