দুর্গাপুর: বাঙালি আবেগ উস্কে দিতে দুর্গাপুরের জনসভায় জয় মা কালী স্লোগান দিয়ে ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলায় শুভেচ্ছাও জানান সবাইকে। সম্প্রতি ভিন রাজ্য বাঙালি আক্রমণের প্রসঙ্গে উল্টে তৃণমূলকেই আক্রমণ করেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, ”অনুপ্রবেশকারীদের হয়ে সরাসরি নেমে পড়েছে তৃণমূল। কান খুলে শুনে রাখুন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ীই পদক্ষেপ করা হবে।”
advertisement
এদিন ফের মোদির মুখে উঠে এসেছে মুর্শিদাবাদের প্রসঙ্গ। তিনি বলেন, ”মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটলে এ রাজ্যের পুলিশ পক্ষপাতিত্ব করে। আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বাংলায়, তৃণমূলের গুন্ডাগিরির জন্যই এখানে উদ্যোগপতিরা আসেন না। তৃণমূলকে সরাতেই হবে। সিন্ডিকেটরাজ দেখেই পালিয়ে যান বিনিয়োগকারীরা। প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা সব রসাতলে যাচ্ছে তৃণমূল জমানায়।”
আরও পড়ুন: বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবার হলেন রাজ্যপাল! ঘটে গেল বড় ঘটনা, কাকে করা হল রাজ্যপাল জানেন?
এসএসসি দুর্নীতির প্রসঙ্গেও মোদি বলেন, ”এত শিক্ষক চাকরি হারিয়েছেন তার জন্য দায়ী শুধু তৃণমূলের দুর্নীতি। কোর্টকে পর্যন্ত বলতে হল এটা সিস্টেমেটিক ফ্রড। এই জন্য শুধু শিক্ষকরাই জীবিকা হারাননি, পড়ুয়াদের ভবিষ্যতও সঙ্কটে পড়েছে।”
শাসকদলকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ”তৃণমূল সরকার গেলে তবেই বাংলায় আসল পরিবর্তন আসবে। তৃণমূল বিদেয় হলে তবেই বাংলায় আসবে উন্নয়ন। পাশের রাজ্য ওড়িশা ও ত্রিপুরাকে দেখুন। বিজেপি সরকার হতেই সেখানে কী পরিবর্তন এসেছে। আমার আর্জি, একবার বিজেপিকে সুযোগ দিন।”