SSC নিয়োগ পরীক্ষায় বিপুল কড়াকড়ি! পরীক্ষার্থীদের জন্য বড় নির্দেশিকা নবান্নের! জেনে নিন
ডায়বেটিক হয়েও আম খেতে ভালবাসেন? গবেষণায় উঠে এল আশ্চর্য তথ্য… জানলে অবাক হবেন আপনিও!
ভোটার তালিকায় জ্বলজ্বল করছে কার্তিক সাহার দুই স্ত্রীর নাম। তালিকায় একজনের নাম যমুনা সাহা, অপরজন, সুমনা সাহা। যমুনার অস্তিত্ব মিললেও, সুমনা রয়েছেন শুধু কাগজে-কলমে। ভোটার তালিকা ঘিরে এমন আজব কাণ্ডে তাই এখন দম্পতিদের “কে আসল, কে নকল” তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ২ নম্বর ব্লকের বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর যোগেন্দ্রনগর গ্রামে ভোটার তালিকায় ধরা পড়েছে এমন কাণ্ড। যেখানে ২৩১ নম্বর বুথে ভোটার তালিকায় দেখা যাচ্ছে, কার্তিক সাহার নাকি দুই স্ত্রী। কিন্তু বাস্তবে কার্তিক সাহার দাবি, তাঁর একটাই স্ত্রী, ভুল করে নাম উঠেছে অপর স্ত্রী সুমনার।
advertisement
বিষয়টি নিয়ে স্বামী কার্তিকবাবুর পাশাপাশি স্ত্রী যমুনা সাহাও আবেদন জানিয়েছেন সংশোধন করার। প্রায় ২০ বছর ধরে ভোটার লিস্টে থাকা ভুয়ো সতীনের নাম বাদ দেওয়ার জন্য প্রশাসনকে জানালেও কাজ হয়নি। বিষয়টি নিয়ে এখন শুরু হয়েছে শাসক-বিরোধী জোর রাজনৈতিক বিতর্ক। জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে অভিযোগ খতিয়ে দেখা হবে। তবে এখন দেখার পরবর্তীতে ভুয়ো সতীনকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে সক্ষম হন কিনা এই সাহা দম্পতি।
Rudra Narayan Roy