সে কারণে আতঙ্কিত এলাকাবাসী। কারণ ওই মাঠেই এলাকায় মানুষ পুজোঅর্চনা করে এবং শিশুরা খেলাধুলা করে। তারা চান অবিলম্বে এই মাঠে মৃতদেহ পুঁতে দেওয়ার কাজ বন্ধ হোক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাতের অন্ধকারে কেউ বা কারা এসে রেলের পরিত্যক্ত ওই জায়গায় মৃতদেহ পুঁতে দিয়ে চলে যাচ্ছে।
আরও পড়ুন: টোটো নিয়ে এবার বিরাট সিদ্ধান্ত, রাস্তায় তিন চাকার দাপাদাপি শেষ
advertisement
রেল প্রশাসনের তরফে বিষয়টি নিষেধ করা হলেও তাতে কোন সুরাহা মিলছে না। যদিও গোটা বিষয় নিয়ে নৈহাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত সরকার জানান, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। তবে বেআইনিভাবে কোন মৃতদেহ পোঁতা যায় না।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের প্রশ্নফাঁস নিয়ে বিরাট ব্যবস্থা, লাখ-লাখ পরীক্ষার্থীর জন্য বড় খবর
যদি এ রকম কোনও ঘটনা ঘটে, তার দায় রেল প্রশাসনের। কারণ স্থানীয় বাসিন্দারা যে জায়গায় মৃতদেহ পোঁতার অভিযোগ তুলেছেন সেই জায়গা রেল প্রশাসনের তত্ত্বাবধানে। তাই বিষয়টি দেখার দায়িত্ব রেলের। তবু মানবিকতার খাতিরে বিষয়টি আমি খতিয়ে দেখব।