TRENDING:

চিনের হিন্দু মন্দির থেকে পুরনো বাড়ির আদলে মণ্ডপ! ঝাড়গ্রাম জুড়ে থিমের ছড়াছড়ি, বাড়ি বসেই দেখুন সেরা কিছু প্যান্ডেল

Last Updated:
Durga Puja 2025: কোনও মণ্ডপে অসাধারণ কারুকার্য, সবুজ অরণ্য সুন্দরীর ছোঁয়া। কোথাও আবার তৈরি হয়েছে চিনের একটি হিন্দু মন্দির। ঝাড়গ্রামের বিভিন্ন থিমের দুর্গাপুজোয় দর্শনার্থীদের ভিড়।
advertisement
1/9
চিনের হিন্দু মন্দির থেকে পুরনো বাড়ির আদলে মণ্ডপ! বাড়ি বসেই দেখুন সেরা কিছু প্যান্ডেল
ঝাড়গ্রামের যে সমস্ত বড় পুজোগুলি রয়েছে তাদের মধ্যে অন্যতম মাঝেরপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো। প্রত্যেকবারের মতো এবারও এই পুজো কমিটি নতুনত্ব আনার চেষ্টা করেছে। <strong>(ছবি ও তথ্যঃ তন্ময় নন্দী)</strong>
advertisement
2/9
মাঝেরপাড়ার পুজোর এবার ২০ বছর হল। পুরনো বাড়ির আদলে তৈরি হয়েছে মণ্ডপ। এবারের থিম হাজার হাতে দুর্গা এল।
advertisement
3/9
মাঝেরপাড়া সর্বজনীনের গোটা মণ্ডপ জুড়ে অসাধারণ কারুকার্য, সবুজ অরণ্য সুন্দরীর ছোঁয়া। মণ্ডপের দেওয়াল জুড়ে শিশুদের হাতে আঁকা দুর্গার বিভিন্ন ছবি রয়েছে। পুজো কমিটির সদস্য শ্যাম সুন্দর রায় বলেন, 'প্রতিবারই আমাদের চমক থাকে। এই বছরও ব্যতিক্রম হয়নি।'
advertisement
4/9
ঝাড়গ্রামের অরণ্য সংঘ ক্লাবের দুর্গাপূজা এই বছর ২৭ তম বর্ষে পদার্পণ করল। পুজোর থিম আত্মনির্ভর সঙ্ঘবদ্ধ জীবন। যা দর্শনার্থীদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে।
advertisement
5/9
মণ্ডপের থিম ভাবনা অসাধারণ। চারিদিকে সবুজ গভীর অরণ্য। তার মাঝেই পাহাড়ের চূড়ার ঝর্ণা ধারা থেকে বেরিয়ে আসছে জল। নীচে রয়েছে বড় একটি গুহা। সেখানে দেবী অবস্থান করছেন।
advertisement
6/9
প্রতিবছরের ন্যায় এই বছরও ঝাড়গ্রামের অরণ্য সংঘ ক্লাবের পুজো দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। পুজো কমিটির সদস্য তমাল মন্ডল বলেন, প্রত্যেক দিনের মতো দশমীর সন্ধ্যাতেও উপচে পড়ে ভিড়।
advertisement
7/9
শিলদা শিব শক্তি সংঘের ৩৫ বর্ষে চিনের একটি হিন্দু মন্দিরের আদলে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। এই প্যান্ডেল দেখার জন্য দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। বৃষ্টিস্নাত দশমীতেও মণ্ডপে জনতার ঢল।
advertisement
8/9
গোটা মণ্ডপজুড়ে অসম্ভব সুন্দর হাতের কাজ রয়েছে। মণ্ডপ তৈরিতে ব্যবহৃত হয়েছে কাঠ, বাঁশ, শোলা, খড় সহ নানা পরিবেশবান্ধব উপকরণ।
advertisement
9/9
প্রতিমার সাজ সাবেকি। এই বছরের বাজেট প্রায় ৯ লক্ষ টাকা। পুজো কমিটির সম্পাদক সোমনাথ ঘর বলেন, 'বৃষ্টির জন্য সমস্ত অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছি। বৃষ্টি থামলেই প্রচুর দর্শনার্থী আসছেন।' <strong>(ছবি ও তথ্যঃ তন্ময় নন্দী)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
চিনের হিন্দু মন্দির থেকে পুরনো বাড়ির আদলে মণ্ডপ! ঝাড়গ্রাম জুড়ে থিমের ছড়াছড়ি, বাড়ি বসেই দেখুন সেরা কিছু প্যান্ডেল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল