উল্লেখ্য, দিনের পর দিন বেড়েই চলেছে পথদুর্ঘটনা। কখনও চালকের বেপরোয়া গাড়ি চালানো কখনও অসতর্কভাবে রাস্তায় চলাচল সাধারণ মানুষের। ট্রাফিক আইন বেশিরভাগ ক্ষেত্রেই মানা হচ্ছে না। পুলিশ প্রশাসনের সেফ ড্রাইভ সেভ লাইফ বারবার করে প্রচার করা সত্ত্বেও অধিকাংশ মানুষেরই নেই কোনও ভ্রুক্ষেপ। যে কারণে নিত্যদিন বেড়েই চলেছে দুর্ঘটনা।
advertisement
আরও পড়ুন : ৬ খাবারের দাপটে গলগলিয়ে সাফ লিভারের দূষিত, পচা আবর্জনা! সুপারফিট থাকতে মুখে ফেলুন এই সস্তা ফল-সবজি
আগে একাধিক দুর্ঘটনা তুলনামূলকভাবে জাতীয় সড়কে দেখা গেলেও এখন সেই সমস্ত দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে রাজ্য সড়ক এমনকি ঘরের সামনে রাস্তাতেও। আর যেই কারণে বাড়ির বাইরে স্বাভাবিকভাবেই একটি দু বছরের শিশু বিকেলবেলা যখন খেলছিল, তখন ভুলেও কেউ আন্দাজ করতে পারেনি কিছুক্ষণের মধ্যেই এটিই তার জীবনের শেষ প্রাণচঞ্চল মুহূর্ত হয়ে দাঁড়াবে!
