TRENDING:

Nadia News: রোগী মরতেই চিকিৎসককে ধরে বেধড়ক মার! মধ্যরাতে শান্তিপুর হাসপাতালে 'তাণ্ডব'

Last Updated:

মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে রোগীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, রঞ্জিত সরকারঃ নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। রোগীর পরিবারের হাতে বেধড়ক মার খেলেন কর্তব্যরত চিকিৎসক। ভাঙচুর করা হল হাসপাতাল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্যরাতে।
শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় ভাঙচুর
শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় ভাঙচুর
advertisement

জানা যাচ্ছে, বৃহস্পতিবার মধ্যরাতে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাধে। রোগী মারা যাওয়ার পর পরিবারের লোকজন এবং এলাকাবাসী মিলে চড়াও হয় হাসপাতালে। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে রোগীর।

আরও পড়ুনঃ স্ত্রীকে কুপিয়ে খুন! ৭ মাসের বিচার প্রক্রিয়া শেষে রানাঘাট কোর্টে ‘দোষী’ স্বামীর সাজা, খুশি নিহতের পরিবার

advertisement

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রোগীকে শ্বাসকষ্টজনিত অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছিল। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি ঘটে। এরপর রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার পথেই মারা যান রোগী।

আরও পড়ুনঃ জাতীয় পতাকার পাশে উড়ছে আরও দুই, স্বাধীনতা দিবসে এ কোন পতাকার দেখা শান্তিপুরে! ‘বিরল’ দৃশ্য

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

আহত চিকিৎসক এই ঘটনার পর শান্তিপুর হাসপাতালে ভারপ্রাপ্ত সুপার তারক বর্মনকে লিখিত অভিযোগ জানিয়েছেন। চিকিৎসকের লিখিত অভিযোগের ভিত্তিতে হাসপাতালের পক্ষ থেকেও শান্তিপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। অতি দ্রুত এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: রোগী মরতেই চিকিৎসককে ধরে বেধড়ক মার! মধ্যরাতে শান্তিপুর হাসপাতালে 'তাণ্ডব'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল