২০১১ সালে প্রেম করে সুপদ বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় মানসীর। বিয়ের পর বিএসএফ-এ চাকরি পান তিনি এবং মালদহে পোস্টিং নেন। অভিযোগ, সেখানে গিয়ে তিনি রঞ্জিত রায় নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং স্বামী-সন্তানকে ছেড়ে তার সঙ্গেই থাকতে শুরু করেন।
সুপদ ও তার ছেলে একবার মালদহে গিয়ে দেখেন, মানসী আর তাদের সঙ্গে থাকেন না। আলাদা ভাড়া বাড়িতে রঞ্জিতের সঙ্গে থাকেন। এর কিছুদিন পরই সুপদ অগ্নিদগ্ধ হয়ে মারা যান। মৃতের পরিবারের দাবি, মানসীই তাঁকে খুন করেছেন। তবে সে সময় পুলিশ কাউকে গ্রেফতার করেনি।
advertisement
সুপদের মৃত্যুর পর ছেলেকে নিজেদের কাছে নিয়ে আসেন তার পরিবার। সে কৃষ্ণনগরের বিএসএফ ক্যাম্পে থেকে পড়াশোনা করছিল। সম্প্রতি মানসী ছেলেকে নিজের কাছে ফিরিয়ে আনতে চায়। তবে সে রাজি না হওয়ায়, তাকে খুনের হুমকি দেন বলে অভিযোগ। মারধর ও গলা টিপে হত্যার চেষ্টাও করেন বলে পরিবারের দাবি।
এই ঘটনার পর মৃত সুপদের মা কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই মানসীকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে। ধৃতকে কৃষ্ণনগর আদালতে তোলা হয় বলে আদালত সূত্রে খবর।
—Mainak Debnath