রঞ্জিত সরকার, নদিয়া: মেডিক্যাল কলেজ হাসপাতাল নয়, এবার জেলার স্টেট জেনারেল হাসপাতালে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে করে বড় সাফল্য চিকিৎসকদের। নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা। ঝুঁকিপূর্ণ হলেও রোগীর প্রাণ বাঁচানোর একমাত্র লক্ষ্য ছিল এই হাসপাতালের চিকিৎসকদের।
advertisement
হ্যাঁ, বড় মেডিকেল কলেজ হাসপাতাল নয়, এবার জেলার স্টেট জেনারেল হাসপাতালে অস্ত্রোপচার হল ৫ কেজি ওজনের টিউমার। স্বাভাবিকভাবেই চিকিৎসকদের সফল অস্ত্রপ্রচারে প্রাণ ফিরে পেল দরিদ্র পরিবারের ৪৩ বছর বয়সী হাসিনা বিবি।
নদিয়ার শান্তিপুর বেড়পাড়ার বাসিন্দা হাসিনা বিবি মাসকয়েক আগে এই রোগে আক্রান্ত হন। যত দিন যায় ততই বাড়তে থাকে জরায়ু টিউমারের ওজন। দরিদ্র পরিবার হওয়ার কারণে হাসপাতালেই একমাত্র ভরসা ছিল তাদের। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের গাইনোকলজিস্ট চিকিৎসক ডক্টর পবিত্র বেপারীর নেতৃত্বে গঠিত হয় একটি বিশেষ টিম। চারজন চিকিৎসকের সিদ্ধান্তে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকদের চেষ্টায় জোগাড় করা হয় রক্ত। এরপরে অ্যানেস্থ্যাসিস চিকিৎসক, গাইনোকলজিস্ট চিকিৎসক ও আরও দুই অভিজ্ঞ শল্য চিকিৎসকের প্রচেষ্টায় মঙ্গলবার শান্তিপুর হাসপাতালে অস্ত্রোপচারে হয় হাসিনা বিবির।
কী হবে, হাসিনা বিবি নতুন করে জীবন ফিরে পাবে কিনা, এই নিয়ে ধোঁয়াশায় ছিলেন পরিবারের সদস্যরা। আশ্বস্ত করেছিলেন চিকিৎসকেরা। আগের মতোই আবার মুখে হাসি ফুটবে হাসিনা বিবির। যদিও অবশেষে সাফল্য অর্জন করে চিকিৎসকরা। দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টা সময়ের অস্ত্রোপচারে সফল হন চিকিৎসকরা। খুশি পরিবার।
সফল অস্ত্রোপচারের পরে গাইনোকলজিস্ট চিকিৎসক পবিত্র বেপারীর দাবি, পরিবার যখন হাসিনা বিবিকে হাসপাতালে নিয়ে আসেন তখন ততটা বিষয়টি উদ্বেগজনক ছিল না। কিন্তু যত সময় গড়াচ্ছিল ততই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল বিষয়টি, কিন্তু অস্ত্রোপ্রচার ছাড়া ছিল না কোনও উপায়। হাসপাতালে নেই পর্যাপ্ত পরিকাঠামো, তাই একটু ঝুঁকি হলেও সিদ্ধান্ত নেন অস্ত্রোপচারের। এখন সুস্থ হাসিনা বিবি, পাঁচ কেজির জরায়ু টিউমার প্রাণঘাতী হয়ে উঠেছিল তাঁর।
