শ্রীবাস অঙ্গন রোড এলাকার জনপ্রিয় সংঘের গণেশ জননী মাতা পুজো এর মধ্যে উল্লেখযোগ্য। বিগত বছরগুলোতেও বিভিন্ন থিম ভাবনাতে দর্শককে মুগ্ধ করেছে। পুজো কমিটির দাবি রাশ উৎসবে নবদ্বীপের থিম ভাবনায় যে কটি পুজো কমিটি শুরু করেছিল তাদের পুজো অন্যতম।
এবারে তাঁদের ভাবনা বৃন্দাবনের নিধিবন। বিভিন্ন পরিবেশবান্ধব উপকরণ দিয়ে এবার তাঁদের পূজা মন্ডপ তৈরি করা হয়েছে।
advertisement
শুধু তাই নয় মন্ডপের ভিতরে প্রবেশ করা মাত্রই দেখা পাওয়া যাবে সাক্ষাৎ হনুমানের। তাও আবার জীবন্ত! আসলে এক বহুরূপী শিল্পী সম্পূর্ণ হনুমানের আদলে সেজে রয়েছেন মণ্ডপে। এরপর মণ্ডপের ভিতরে দেখা যাবে নিধিবনের যাবতীয় সমস্ত কিছুই।
যা দর্শনার্থীদের মন জয় করবে বলে আশাবাদী পুজোর কর্মকর্তারা। এছাড়াও মণ্ডপের মূল আকর্ষণ নিধিবনের ভেতরে স্বয়ং রাধা কৃষ্ণ। কখনও তারা করছেন বার্তালাপ কখনও বা তারা ঘুরে বেড়াচ্ছেন গোটা নিধিবন জুড়ে।
অনেক দর্শনার্থীই বলছে হঠাৎ করে মণ্ডপে ঢুকে এমন দৃশ্য দেখে তাঁরা প্রথমে খানিকটা হক চকিয়ে গিয়েছিলেন। আসলে বহুরূপীদের সাজানো হয়েছে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বেশে। যা এক অন্য মাত্রা এনে দিয়েছে নবদ্বীপ শ্রীবাস অঙ্গন ঘাটের এই পুজো মণ্ডপে।
Mainak Debnath