সরকার হোক বা বেসরকারি সংস্থা, যারা কাজের দায়িত্বে ছিলেন তাঁরা এবার নিজের টাকাতে কাজ মেটাবেন। সরকার আর এক টাকাও দেবে না- স্পষ্ট করে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই তড়িঘড়ি যে বা যারা এই কাজ করেছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই এদের তড়িঘড়ি কারণ দর্শাতে বলা হয়েছে। এই সংস্থার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত মিলেছে।
advertisement
আরও পড়ুন: 'কোথায় সিএএ করবে?' জীবন দিয়ে মতুয়াদের রক্ষার অঙ্গীকার মমতার
গতকাল প্রশাসনিক সভার শুরুতেই কৃষ্ণনগরের সার্কিট হাউজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন, বহু পুরনো সার্কিট হাউজ তৈরি করতে PWD-কে ২ কোটি টাকা দেওয়া হয়েছিল। কাজ শেষ হওয়ার পর দেখা যায় ছাদ ভেঙে পড়েছে। এখন সারাইয়ের জন্য আরও ৭১ লক্ষ টাকা চাওয়া হচ্ছে। এনিয়ে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। ”মামদোবাজি? টাকা কি হাতের মোয়া? মেঘ দে, পানি দে-র মতো টাকা দে, টাকা দে।”
আরও পড়ুন: নদিয়ায় শাসকদলের জমি নড়বড়ে? ভোটের আগে প্রশাসনিক 'ক্লাস' নেবেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, “টেন্ডারের টাকা দিয়েই কাজ শেষ করতে হবে। কাজ না হলে ব্ল্যাক লিস্ট করা হবে। নিজের পকেট থেকে টাকা দিয়ে কাজ শেষ করুন। সরকার আর এক টাকাও দেবে না।” জেলাশাসককে তিনি নির্দেশ দেন, PWD’র যারা এই কাজ করছিল তাদের নামের তালিকা দিতে। তাদের শাস্তি হবে বলেও মন্তব্য করেন মমতা।গ্রামের রাস্তা সংস্কার নিয়েও কড়া বার্তা দেন মমতা। তিনি বলেন, যে রাস্তা তাঁদের আমলে তৈরি হয়েছে, সেগুলির সংস্কার প্রয়োজন। তবে তিনবছরের গ্যারান্টি দিয়ে রাস্তা তৈরি করতে হবে। যারা কাজ করবে তিনবছরের মধ্যে রাস্তা খারাপ হলে, তাদেরই সারিয়ে দিতে হবে।