পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধুবুলিয়া থানার অন্তর্গত গৌরনগর গ্রামে গোপাল মন্ডলের গয়নার দোকান রয়েছে। গত কয়েকদিন ধরে তিনি লক্ষ্য করছিলেন দোকানের বেশ কিছু রুপোর গয়না খুঁজে পাওয়া যাচ্ছে না। বুধবার সকালেও একই বিষয় নজরে আসে তাঁর। এরপরই ধুবুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
আরও পড়ুনঃ ঘরে বসে কাজের স্বপ্ন দেখিয়ে প্রতারণা! হাজার হাজার মহিলার থেকে টাকা নিয়ে উধাও সংস্থা! মেমারিতে তোলপাড়
advertisement
অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে ধুবুলিয়া থানার পুলিশ। দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক মহিলার আচরণে সন্দেহ হয়। ওই ফুটেজে দেখা যায়, ওই মহিলা বেশ কয়েকবার ওই দোকানে ক্রেতা হিসেবে গিয়েছিলেন। এরপরই ওই মহিলাকে চিহ্নিত করার পর তাঁর খোঁজ শুরু করেন তদন্তকারীরা।
তদন্তে পুলিশ জানতে পারে, ওই মহিলার নাম সুমি হালদার, বাড়ি ধুবুলিয়া এলাকায়। সেখানে থেকে তাঁকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেন। জেরায় জানান, ধুবুলিয়ার বাসিন্দা অলকেশ দেবনাথকে তিনি ওই চুরির গয়না বিক্রি করেছেন। এরপর অলকেশ দেবনাথকেও গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছে থেকে প্রায় ৩০০ গ্রাম রুপোর গয়না উদ্ধার হয়েছে।
