খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ জিআরপি এবং স্থানীয় বাসিন্দারা। আহত অবস্থায় শ্যামল মণ্ডলকে উদ্ধার করে নবদ্বীপ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়। ছোট মেয়ে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে কর্তব্যরত পুলিশকে গোটা ঘটনা জানালে তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়। এই আকস্মিক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
উল্লেখ্য নদিয়া জেলার নবদ্বীপ ধাম স্টেশন ভারতীয় পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্টেশন। প্রতিদিন অসংখ্য নিত্যযাত্রী এবং পর্যটকেরা এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। সেই কারণে নবদ্বীপ ধাম স্টেশনে প্রত্যেকদিনই ভিড় লেগে থাকে যাত্রীদের। প্রাথমিক অনুমান, হয়তো বা অসাবধানতাবশত চলন্ত ট্রেন থেকে পড়ে যান শ্যামল মণ্ডল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
Jan 05, 2026 2:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: আর মেয়ের বাড়ি যাওয়া হল না...নবদ্বীপে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু বৃদ্ধের
