TRENDING:

Nadia News: পাঁচ জওয়ানকে নিয়ে নদিয়ায় হানা দিলেন ইডি অফিসার, তারপরই ভয়াবহ ঘটনা! তড়িঘড়ি অফিসারকে নিতে হল হাসপাতালে, কেন জানেন?

Last Updated:

Nadia News: কেন্দ্রীয় বাহিনীর পাঁচ জওয়ানকে নিয়ে সোমবার সকাল ৭টা নাগাদ চার ইডি আধিকারিক হানা দেন ধীমান চক্রবর্তীর বাড়িতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কী ভয়াবহ ঘটনা
কী ভয়াবহ ঘটনা
advertisement

নদিয়া: তদন্ত করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন ইডি অফিসারঅসুস্থ হওয়ার ফলে তাঁকে কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল বা জেএনএম-এ ভর্তি করা হয়। সোমবার সকালে নদিয়া জেলার কল্যাণীতে ধীমান চক্রবর্তী নামে মাইন সংস্থার এক আধিকারিকের বাড়িতে হানা দেয় ইডি

advertisement

কেন্দ্রীয় বাহিনীর পাঁচ জওয়ানকে নিয়ে সোমবার সকাল ৭টা নাগাদ চার ইডি আধিকারিক হানা দেন ধীমান চক্রবর্তীর বাড়িতে ধীমানের বাড়িতে গিয়েই হঠাৎ অসুস্থ বোধ করেন এক আধিকারিক। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন তিনি।

advertisement

আরও পড়ুন: মহারাষ্ট্রে মৃত্যুমিছিল! গণেশ পুজোর বিসর্জনে একের পর এক ভয়াবহ ঘটনা! মৃত অন্তত ২২, কী ঘটল জানেন?

এদিকে, খেজুরির জরারনগরে গাড়ি ব্যবসায়ী দিলীপ প্রধানের বাড়িতে ইডির হানা। এখন ইডি আধিকারিকরা আছে তার বাড়িতেঅভিযান চলছে খেজুরির জনকাতেও ইডি-র একটা টিম ণ্ডীপুরের গোপীনাথপুরেও অভিযান চালাচ্ছে বলে সুত্রের খবর।

advertisement

অপরদিকে, মেদিনীপুরের যমুনাবালি এলাকায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান চলছে। সোমবার সাতসকালে সৌরভ রায় নামে এক বালি ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। জানা গিয়েছে এই সৌরভ রায় ঝাড় গ্রামের লালগড় এলাকায় বালি খাদানের সঙ্গে যুক্ত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: পাঁচ জওয়ানকে নিয়ে নদিয়ায় হানা দিলেন ইডি অফিসার, তারপরই ভয়াবহ ঘটনা! তড়িঘড়ি অফিসারকে নিতে হল হাসপাতালে, কেন জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল