নদিয়া: তদন্ত করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন ইডি অফিসার। অসুস্থ হওয়ার ফলে তাঁকে কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল বা জেএনএম-এ ভর্তি করা হয়। সোমবার সকালে নদিয়া জেলার কল্যাণীতে ধীমান চক্রবর্তী নামে মাইন সংস্থার এক আধিকারিকের বাড়িতে হানা দেয় ইডি।
advertisement
কেন্দ্রীয় বাহিনীর পাঁচ জওয়ানকে নিয়ে সোমবার সকাল ৭টা নাগাদ চার ইডি আধিকারিক হানা দেন ধীমান চক্রবর্তীর বাড়িতে। ধীমানের বাড়িতে গিয়েই হঠাৎ অসুস্থ বোধ করেন এক আধিকারিক। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন তিনি।
এদিকে, খেজুরির জরারনগরে গাড়ি ব্যবসায়ী দিলীপ প্রধানের বাড়িতে ইডির হানা। এখনও ইডি আধিকারিকরা আছে তার বাড়িতে। অভিযান চলছে খেজুরির জনকাতেও। ইডি-র একটা টিম চণ্ডীপুরের গোপীনাথপুরেও অভিযান চালাচ্ছে বলে সুত্রের খবর।
অপরদিকে, মেদিনীপুরের যমুনাবালি এলাকায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান চলছে। সোমবার সাতসকালে সৌরভ রায় নামে এক বালি ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। জানা গিয়েছে এই সৌরভ রায় ঝাড় গ্রামের লালগড় এলাকায় বালি খাদানের সঙ্গে যুক্ত।