অন্তত জটিল এই অপারেশন বেসরকারি বিভিন্ন হাসপাতালে করাতে গেলে অত্যন্ত ব্যয়বহুল। যা অনেক ক্ষেত্রেই সাধারণ মধ্যবিত্ত রোগীর পরিবারের বহন করা সম্ভব হয়ে ওঠেনা। এবার সেই জটিল অপারেশনই কল্যানী সরকারি হাসপাতালে বিনামূল্যে সফলভাবে করা হল এক রোগীর।
আরও পড়ুন: এমন টোটো কেউ দেখেনি! টোটো চালকের কাণ্ড দেখুন! তুমুল ভাইরাল ভিডিও
advertisement
হাসপাতাল সূত্রে জানা যায় বছর ৫৩ বছর বয়সের রোগী সতী বাছার সমস্যা নিয়ে কয়েকদিন আগে হাসপাতালের বহি:বিভাগে চিকিৎসা করাতে আসেন। তখনই স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অভিজিৎ হালদার অপারেশন করার সিদ্ধান্ত নেন। প্রায় দুই ঘণ্টা ৩০ মিনিটের সময় লাগে এই অপারেশন করতে। মোট ৬ জনের চিকিৎসক দল এই অপারেশনে ছিলেন। ডাক্তার অভিজিৎ হালদার জানান, এই ধরনের চিকিৎসা ব্যয়বহুল। পাশাপাশি এই ধরনের চিকিৎসা করাতে কলকাতামুখী হতে হয়। হাতে গোনা কয়েকজন চিকিৎসক এই ধরনের অপারেশন করতে পারেন। সরকারি হাসপাতালে এই পরিষেবা মানুষের অনেক উপকার হবে।
আরও পড়ুন: প্রেমিকার উঠোনে রোজ ফুটুক গোলাপ! কী করছে জানেন প্রেমিকরা? চমকে যাবেন
কল্যাণী কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালের প্রিন্সিপাল জানান, এই যন্ত্র কয়েকমাসে আগে আমরা রাজ্য সরকার থেকে পাই। আশা করছি আগামী দিনে আরও উন্নত পরিষেবা দিতে পারবো।সরকারি হাসপাতালে এই পরিষেবা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি রোগীর পরিবার। আশা করা যাচ্ছে ভবিষ্যতেও এই ধরনের জটিল অপারেশন বিনামূল্যে সফলভাবে করে স্বস্তির রেহাই দিতে পারবে বিভিন্ন সাধারণ মধ্যবিত্ত রোগীর পরিবারকে।
Mainak Debnath