স্থানীয় সূত্রে খবর শনিবার মাঠে পাট জাক দেওয়ার কাজ করছিলেন তাঁরা। হঠাই বজ্রপাতে আহত হন। তিনজনকে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় মায়াপুর বামনপুকুর গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা নুর হোসেন মণ্ডলকে মৃত বলে ঘোষণা করে। অন্য দুজনকে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। ইতিমধ্যেই মৃত নুর হোসেনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করছে মায়াপুর ফাঁড়ির পুলিশ।
advertisement
উল্লেখ্য, শনিবার সকাল থেকেই নদীয়া জেলার বিভিন্ন জায়গা জুড়ে বিক্ষিপ্তভাবে ভারী ও মাঝারি বৃষ্টিপাত হয়ে চলেছে। দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিরও খবর এসেছে। তারই মাঝে বাজ পড়ে মর্মান্তিক পরিণতি হল মাঠে কর্মরত এক কৃষকের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 11, 2024 12:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: মাঠে কাজ করছিলেন... আচমকা বজ্রাঘাত! মৃত্যু এক কৃষকের, আহত আরও দুই