জানা যাচ্ছে, মৃত শ্রমিকের নাম সঞ্জয় দাস। বয়স আনুমানিক ৩২। বাড়ি নদিয়া জেলার শান্তিপুর থানার ঘোরালিয়া এলাকায়। মৃতের পরিবারের এক সদস্য নন্দ দাস জানান, ‘মঙ্গলবার বিকেল আনুমানিক চারটের পর স্থানীয় পঞ্চায়েত প্রধানের মারফত খবর আসে সঞ্জয় দাসের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। জানতে পারি তার মৃত্যু হয়েছে।’
advertisement
পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতো এদিনও রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন সঞ্জয়। তবে মঙ্গলবার তারা বহুতলের উপরে উঠে কাজ করছিলেন। সেখান থেকেই কোনভাবে সঞ্জয়-সহ আরও এক শ্রমিক পড়ে যান। ঘটনাক্রমে মৃত্যু হয় সঞ্জয়ের।
আরও পড়ুনঃ বিস্মৃতির অন্তরালে স্মৃতিধন্য পাঠাগার আজ ধুঁকছে! ব্রাত্যই থেকে গেলেন বাংলার ভূমিপুত্র লালবিহারী দে
পরিবারের দাবি, কোনরূপ সেফটি বেল্ট ছিল না সে কারণেই এমন ঘটনা ঘটেছে। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
