সূত্রের খবর,নাকাশিপাড়া থানার দক্ষিণ বহিরগাছী গ্রামের বাসিন্দা পেশায় চাষী খুরশেদ মন্ডলের ধর্মদা বাজারে একটি জমি আছে।সেই জমিটি বিক্রি করতে উদ্যোগী হয়েছিল খুরশেদ মন্ডল।আর তাই নিয়ে স্থানীয় কিছু সমাজবিরোধী দের সাথে ঝামেলা চলছিল তার।
অভিযোগ,সেই বচসার জেরেই এদিন সকালে কয়েকজন সমাজবিরোধী প্রথমে খুরশেদ মন্ডলের বাড়ীতে হামলা চালায়।কিন্তু সেই সময় সে বাড়ী ছিলোনা।পরে ধর্মদা বাজারের কাছে একটি চায়ের দোকানের সামনে খুরশেদ মন্ডলের ওপর হামলা চালায় দুষ্কৃতকারীরা।বাবাকে বাঁচাতে এলে দুষ্কৃতীরা খুরশেদ মন্ডলের ছেলে মুকবুল মন্ডল কে ধারালো অস্ত্র দিয়ে কোপায়।মাথায় কোপ লাগে তার।দুষ্কৃতীদের হাত থেকে বেঁচে পালানোর চেষ্টা করলে খুরশেদ মন্ডল কে লক্ষ করে গুলিচালায় দুষ্কৃতীরা।গুলি লাগে তার পায়ে।
advertisement
এর পর বাজারের অন্যান্য লোকজন ছুটে এলে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।গুরুতর আহত বাবা ও ছেলেকে প্রথমে বেথুয়াডহরী হাসপাতালে ও পরে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সকালবেলা বাজার এলাকায় এহেন দুষ্কৃতী তান্ডবে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।