জানা গিয়েছে, কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন থানা এলাকার দুঃস্থ বাসিন্দারা যাতে অর্থের অভাবে নূন্যতম চিকিৎসা থেকে বঞ্চিত না হয় সেই জন্য উদ্যোগী হন কৃষ্ণনগরের পুলিশ সুপার অমরনাথ কে। সেই উদ্দেশ্যে তাদের চিকিৎসার দায়ভার নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হয় থানাগুলিকে।
আরও পড়ুন: সহজ হবে নেপাল-ভুটান ভ্রমণ? নতুন দিগন্ত খুলবে কৃষিকাজেও! শিলিগুড়িতে মিলনমেলা ঘিরে জাগছে নতুন আশা
advertisement
সেই নির্দেশ মেনে এলাকার দুঃস্থদের তালিকা তৈরি করে তাদের হাতে তুলে দেওয়া হয় সুস্বাস্থ্য কার্ড। শুক্রবার নদিয়ার পলাশিপাড়া থানার অন্তর্গত রানীনগরের আদিবাসী অধ্যুষিত সর্দার পাড়ার এরকমই ৪৫ টি দুঃস্থ পরিবারকে চিহ্নিত করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হয় এই কার্ড।
আরও পড়ুন: ৩০ হাতি একসঙ্গে ঢুকে পড়ল লোকালয়ে! ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা বাসিন্দাদের, কোথায় জানুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই কার্ডের মাধ্যমে হাসাপাতালে চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। এছাড়াও কোনও ওষুধ কেনার ক্ষেত্রে দোকান থেকে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে, এমনকি প্রয়োজনে বিনামূল্যে সেই ওষুধের ব্যবস্থা করবে সংশ্লিষ্ট থানা। এছাড়াও এদিন পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয় এবং অসুস্থদের হাতে ওষুধ তুলে দেওয়া হয়। পুজোর আগে জেলা পুলিশের কাছে থেকে এমন উপহার পেয়ে মুখে হাসি ফুটেছে দুঃস্থ পরিবারগুলোর।