TRENDING:

Teacher: মিড ডে মিল থেকে ক্লাস...! স্কুলের 'ওয়ান ম্যান আর্মি' ইনিই, হিমশিম খেতে খেতে লাটে উঠছে সবকিছু

Last Updated:

Nadia News: সঠিকভাবে একজন শিক্ষক গোটা বিদ্যালয় একা হাতে সব সামলে পঠনপাঠন করাতে ব্যর্থ হচ্ছেন। ঘটনাটি নদিয়ার মাজদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত ব্রম্ভডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৃষ্ণগঞ্জ: শিক্ষকের অভাবে ধুঁকছে বিদ্যালয়। সেখানে রয়েছে মাত্র একজন শিক্ষক। আগে ছাত্রছাত্রীর সংখ্যা অধিক পরিমাণে থাকলেও বিদ্যালয়ে বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩১। তবে মোট রয়েছে পাঁচটি শ্রেণি। একা হাতে গোটা বিদ্যালয় চালাতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষককে। স্কুলে নেই শিক্ষক। তাই শিক্ষকের অভাবেই বর্তমানে পঠনপাঠন শিকেই উঠেছে। সঠিকভাবে একজন শিক্ষক গোটা বিদ্যালয় একা হাতে সব সামলে পঠনপাঠন করাতে ব্যর্থ হচ্ছেন। ঘটনাটি নদিয়ার মাজদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত ব্রহ্মডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের।
advertisement

একা হাতেই নদিয়ার এই বিদ্যালয়ের সমস্ত কাজ সামাল দিয়ে করাতে হচ্ছে ছাত্রদের পঠন পাঠন। দিনের পর দিন একা বিদ্যালয় চালাতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষক সুমিত বিশ্বাসকে। মিড ডে মিলের কাজ থেকে একহাতে সামাল দিতে হচ্ছে বিদ্যালয়ের যাবতীয় কাজ। পঠন-পাঠন সঠিকভাবে করাতে পারছেন না, এমনই জানালেন বিদ্যালয়ের শিক্ষক। বারংবার আবেদন করা সত্ত্বেও এখনও পর্যন্ত শিক্ষা দফতরের তরফ থেকে বিদ্যালয়ে নিয়োগ করা হয়নি নতুন করে কোনও শিক্ষককেই। শিক্ষকের অভাবে দীর্ঘদিন ধরেই ধুঁকছে বিদ্যালয়ের পঠন পাঠন।

advertisement

আরও পড়ুন: ডিজিটাল পরিষেবা নিয়ে চিন্তার দিন শেষ…! এবার বাড়ির কাছেই BSK, বিশাল সুখবর দিল প্রশাসন

এক ক্লাস রুমে শিক্ষক ক্লাস নিতে গেলে অন্য ক্লাসের ছাত্র-ছাত্রীরা হইহুল্লোড় ও খেলায় মত্ত থাকে। শিক্ষার মান ক্রমশই খারাপের পথে। ছোট ছোট ছাত্র-ছাত্রী ভবিষ্যৎ নিয়ে এখন অথৈ জলে অভিভাবকরা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এ বিষয়ে কোনও রকম সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করছে না শিক্ষা দফতর, এমনটাই অভিযোগ শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীদের অভিভাবকদেরও। এখন দেখার কবেই সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করে এবং ওই বিদ্যালয়ে নতুন করে শিক্ষক নিয়োগ করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Teacher: মিড ডে মিল থেকে ক্লাস...! স্কুলের 'ওয়ান ম্যান আর্মি' ইনিই, হিমশিম খেতে খেতে লাটে উঠছে সবকিছু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল