TRENDING:

Indian Railways: উচ্ছেদ নোটিশ পেয়েও মুখে হাসি, রেলের জন্য ঘর ছাড়তেও প্রস্তুত! নদিয়ায় উলট-পুরাণ দেখে বাকরুদ্ধ অনেকেই

Last Updated:

Nadia Indian Railways: রেলের জায়গা ছেড়ে উঠে যেতে হবে তবুও কারও আক্ষেপ নেই। পাশাপাশি নেই থাকার জায়গাও, তবে কেউ কেউ আর কিছুদিন সময় চাইছে জিনিসপত্র-সহ ঘর বাড়ি ভেঙে সরিয়ে নেওয়ার জন্যে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: রেলের জায়গা ছেড়ে উঠে যেতে হবে তবুও কারও আক্ষেপ নেই। পাশাপাশি নেই থাকার জায়গাও, তবে কেউ কেউ আর কিছুদিন সময় চাইছে জিনিসপত্র-সহ ঘর বাড়ি ভেঙে সরিয়ে নেওয়ার জন্যে। নবদ্বীপ ঘাট স্টেশন, এই স্টেশন নবদ্বীপবাসী বিশেষ করে নবদ্বীপের স্বরুপগঞ্জ এলাকার বাসিন্দাদের কাছে একটি আবেগ। ২০১০ সাল নাগাদ এই কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট স্টেশন পর্যন্ত চলত ছোটো ট্রেন। তবে ব্রডগেজ করার জন্যে এই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বেশ কয়েক বছরের জন্য।
advertisement

পরবর্তিতে দেখা যায় রেলের জায়গা দখল করে অনেকে তাদের বাসস্থান বা দোকান ঘর করেছেন। ধীরে ধীরে ক্ষীণ হয় এই রাস্তা দিয়ে ফের রেল চলার আশা। তবে মানুষের মনে কোথাও একটু হলেও আগুন জ্বলছিল তাই তৈরি হয় নবদ্বীপ ঘাট রেল বাঁচাও কমিটি। সেই কমিটিতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদের রাজনৈতিক গণ্ডি পেরিয়ে সকলে আন্দোলনের ডাক দেন।

advertisement

আরও পড়ুন: রসিদ ছাড়াই বাড়তি টাকা আদায়, পৌরসভার নির্দেশেই নাকি যত কাণ্ড! নবদ্বীপ মহাশ্মশানের বিরুদ্ধে অভিযোগ গুরুতর

View More

এই আন্দোলনে সাড়া দিয়ে স্থানীয় রানাঘাট সাংসদ জগন্নাথ সরকারের সহযোগিতায় শুরু হয় কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত রেল। তবে সাধারণ মানুষের দাবি ছিল আমঘাটা নয়, রেল চালাতে হবে নবদ্বীপ ঘাট স্টেশন পর্যন্ত। এরপরেই রেল কর্তৃপক্ষ শুরু করে দেয় কাজ। রেলের জায়গা দখল করে যে সকল বাসিন্দারা বসে আছেন তাদের জায়গা ছাড়ার নোটিশ দিল রেল।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার মাটিতেই তৈরি হবে দেশের সেরা হারমোনিয়াম! স্বপ্ন কঠিন হলেও দমে যান নি শান্তিরাম
আরও দেখুন

তবে কোনও ক্ষোভ বিক্ষোভ নেই, রেলের এই নোটিশ নিয়ে। সাধারণ মানুষ এক হাতে নোটিশ নিয়ে জানাচ্ছেন, ‘আমরা রেলের জন্যে আমাদের বাসস্থান ছাড়তেও রাজি।’

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: উচ্ছেদ নোটিশ পেয়েও মুখে হাসি, রেলের জন্য ঘর ছাড়তেও প্রস্তুত! নদিয়ায় উলট-পুরাণ দেখে বাকরুদ্ধ অনেকেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল