জানা যাচ্ছে, ধৃত দোকানদারের নাম সুভাষ দাস। বাড়ি নদিয়ার শান্তিপুর পটেশ্বরীতলা এলাকায়। শান্তিপুর কাশ্যপপাড়া এলাকার বাসিন্দা নিপা বাগচী শান্তিপুর থানায় দিন কয়েক আগে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, পূর্ব পরিচিত দত্তপাড়া এলাকার বাসিন্দা বিশ্বনাথ ঘোষ নামে এক ব্যক্তি উপর বাড়ির দায়িত্ব দিয়ে নিপা দেবী বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ফিরে তিনি দেখেন, তার বাড়ি থেকে নগদ টাকা পয়সা, সোনার গয়না সব উধাও।
advertisement
এরপরেই তিনি বিশ্বনাথ ঘোষের বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তিনি সমস্ত সোনার গয়না সুভাষ ঘোষ নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে বিক্রি করেন।
তদন্ত চালিয়ে পুলিশ ওই সোনার দোকানদারকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃতকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়।
