নদিয়ার গয়েশপুরে বেশ কিছু এলাকায় ল্যাম্প পোস্টে দিনের বেলায় জ্বলে রয়েছে আলো, নজর নেই প্রশাসনের। কল্যানী এলাকার গয়েশপুর পৌর এলাকায় উন্নত রাস্তা ঘাট ঝাঁ চকচকে আলো, কিন্তু বেশ কিছু এলাকায় দিনের বেলায় রাস্তার ল্যাম্প পোস্টে জ্বলে রয়েছে আলো। দিনের পর দিন এভাবেই বিদ্যুৎ অপচয় হচ্ছে, যার বোঝা বহন করছে আমজনতা, এমনটাই অভিযোগ তুলেছেন গয়েশপুর পৌর এলাকার বেশ কিছু সচেতন নাগরিকরা।
advertisement
আরও পড়ুন: এক ব্লকেই ১ হাজার কিমি প্লাস্টিক রাস্তা…! প্লাস্টিক নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের এই জেলা প্রশাসনের
যদিও এই বিষয়ে গয়েশপুর পৌরসভায় যোগাযোগ করলে বিদ্যুৎ দফতরের দায়িত্বপ্রাপ্ত পৌর জন প্রতিনিধি মোহন রাম বলেন, “দিনের বেলায় আলো জ্বলে রয়েছে ঠিক, আমরা এই বিষয়ে বিদ্যুৎ দফতরের সঙ্গে কথা বলেছি তবে কয়েক দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত গয়েশপুর পৌর এলাকায় একটা সময় রাতে অনেক জায়গায় অন্ধকার হয়ে থাকতে দেখা যেত কিন্তু বর্তমানে গয়েশপুর পৌর অঞ্চল জুড়ে ঝাঁ চকচকে আলোর ব্যবস্থা করেছে পৌর প্রশাসন। এখনও অনেক কাজ চলছে।
Mainak Debnath