জানা যায়, রবিবার সকালে বাইকে চেপে বেথুয়াডহরী স্ট্যাচুর মোড়ের দিকে আসছিলেন সম্রাট মণ্ডল। নাকাশিপাড়া থানার সামনে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যান সম্রাট। ঠিক সেই সময়ই বহরমপুরের দিকে থেকে আসা একটি ডাম্পার তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সম্রাট মণ্ডলের। নাকাশীপাড়া থানার পুলিশ তাঁকে উদ্ধার করে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ।
advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, প্রফুল্ল নগর ১২ নম্বর জাতীয় সড়কে একটি বেআইনি কাট আউট রয়েছে। সেখানে নেই কোনও সিগনাল সিস্টেম, ট্রাফিক পুলিশ। ফলে সাধারণ মানুষ অসচেতনভাবে জাতীয় সড়ক পারাপার করেন। শনিবার ওই কাট আউটের মুখেই দুটি বাইকের সজরে ধাক্কা লাগে। বাইকের গতি এতটাই ছিল ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ হাত দূরে ছিটকে পড়ে যান বাইক আরোহীরা। বাইক দুটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় উত্তম বিশ্বাসের।
নদিয়া, সমীর রুদ্র
