কথায় আছে মেয়েরাই লক্ষ্মী। তাই অসংখ্য লক্ষ্মী মেয়েদের জমানো টাকা থেকেই লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়। মুর্শিদাবাদের নবগ্রাম থানার রাইনদা গ্রামে লক্ষ্মী ভান্ডার টাকা পেয়ে উৎসাহিত হয়ে মহিলা কমিটির উদ্যোগেই হচ্ছে শনিবার মকর সংক্রান্তি উপলক্ষে হচ্ছে লক্ষ্মীপুজো। নারী ক্ষমতায়নের লক্ষে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার।
আরও পড়ুন : সূর্যাস্তের পর ভরসা লম্ফ শিখা, নবান্ন থেকে ঢিলছোঁড়া দূরত্বে এখনও বিদ্যুৎহীন মানুষ
advertisement
২০২১-২২ অর্থবর্ষে অসংখ্য নারীর অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা পাঠানো হচ্ছে। তফসিলি জাতি উপজাতির জন্য এক হাজার ও অন্যান্য নারীর ক্ষেত্রে মাসে ৫০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লক্ষ্মী ভান্ডার চালু হওয়ায় উৎসাহিত গ্রামের মহিলারা। সেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়েই লক্ষ্মী পুজোর আয়োজন করেছে গ্রামের মহিলারা।
আরও পড়ুন : এমবিবিএস কোর্সে ভর্তি করে দেওয়ার নামে প্রতারণা! বর্ধমান মেডিক্যাল কলেজে সক্রিয় চক্র
মহিলা কমিটির একটাই দাবি লক্ষ্মীর ভান্ডারের মতো আরো অন্যান্য প্রকল্প যেন তারা পায়। উদ্যোক্তা পূর্বাশা চন্দ্র বলেন, আমরা লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়ে এই পুজোর আয়োজন করেছি। সকলে খুব উৎসাহের সঙ্গে এই পুজোতে যোগদান করেছে। আশা করি প্রত্যেক বছর আমরা এই লক্ষ্মী পুজোর আয়োজন করতে পারব।