আর অন্যান্য উৎসব অনুষ্ঠানের থেকেও এই দোল উৎসবে নবদ্বীপে ঘটে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বহু বিদেশি পর্যটক তথা ভক্তের সমাগম। নবদ্বীপ শহরে কমবেশি আনুমানিক পাঁচশত মঠ মন্দির আছে, আর গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন কমবেশি প্রায় সকল মঠ মন্দিরেই হয়ে থাকে।
তবে অন্যরকমভাবে মহাপ্রভুর শুভ অন্নপ্রাশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শহরের মধ্যস্থলে থাকা নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে। নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে সভাপতি সুধীন গোস্বামী জানান গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৪০ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে ৭ থেকে ৯ দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রতি বছরের মতোই।
advertisement
তিনি জানান গত ৯ মার্চ শ্রীমদ্ভাগত পাঠ, চৈতন্য চরিতামৃত পাঠ দিয়ে শুরু হয়েছে অনুষ্ঠানের। এর পর প্রতিদিন চলছে বিভিন্ন অনুষ্ঠান, যেমন বৃন্দাবন ঘরানার নৃত্য, ওড়িশি নৃত্য, গত ১২ তারিখ অনুষ্ঠিত হয়েছে যাত্রাপালা, ১৪ মার্চ সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মহা অভিষেক। তিনি আরও জানান মা বিষ্ণুপ্রিয়া দেবীর পিতা সনাতন মিশ্রের সেবায়েত রাজ রাজেশ্বরী যে শিলা আছে, সেই শিলার উপর ষোড়শোপচারে এই অভিষেক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, ও প্রসাদ বিতরণ করা হয়ে থাকে।
আরও পড়ুন : কংসাবতীর জল আর লাল পলাশের মাঝে শৈশবের সহজপাঠের হাতছানি! দোলে আসুন মুসাফিরানায়
আর আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে মহাপ্রভুর শুভ অন্নপ্রাশন। তিনি বলেন এটি একটি বৈশিষ্ট্যপূর্ণ অনুষ্ঠান, কারণ যেমন আমাদের পরিবারের কোনও ছোট সন্তানের অন্নপ্রাশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, ঠিক সেইভাবেই এই অন্নপ্রাশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেখানে ঝিনুক-বাটি, চুষিকাঠি থেকে শুরু করে সব থাকে। পাশাপাশি মন্দিরে নাটমন্দির জুড়ে ছাপ্পান্ন ভোগের আয়োজন করা হয় ও অন্নকূট মহোৎসবের মতোই অন্ন দিয়ে গিরি গোবর্ধন পর্বত তৈরি করা হয়। সেদিনও কয়েক হাজার ভক্ত দের মধ্যে বিতরণ করা হবে মহাপ্রসাদ। ১৬ মার্চ নগর পরিক্রমা করবে সংকীর্তন।