পিংলা ব্লকের রাজবল্লভ এলাকার বাসিন্দা অনিমা ঘোষের পাকার বাড়ী তৈরির কাজ করার জন্য ভিত খোলার কাজ চলছিল। কয়েকদিন ধরে ভিত খোলার পর আজ সকালেই দেখা গেল একটি বড় সুড়ঙ্গ পথ। চুন, সুরকি ও ইটের পাতলা আস্তরণ দিয়ে তৈরি এই সুড়ঙ্গ। প্রায় ১৫ ফুট দীর্ঘ সুড়ঙ্গের শেষে কয়েকটি সিঁড়ির ধাপও মিলেছে৷
advertisement
আরও পড়ুন: মন্দারমণিতে চলবে না বুলডোজার, নির্দেশ মমতার! হোটেল-রিসর্ট ভাঙার নির্দেশে স্তম্ভিত মুখ্যমন্ত্রী
ওই সুড়ঙ্গ দেখে স্পষ্ট, তা বহু বছর আগের তৈরি৷ বাড়ির বাসিন্দা অনিমা ঘোষ জানান, তিনি তাঁর শাশুড়ির থেকে শুনেছেন বহু বছর আগে ওই জায়গায় জমিদার বাড়ি এবং মন্দির ছিল৷ অনিমাদেবীর ধারণা, ওই সুড়ঙ্গ সেই সময়কারই৷
প্রাথমিক ভাবে ওই সুড়ঙ্গ থেকে প্রত্নতাত্ত্বিক ভাবে গুরুত্বপূর্ণ কিছু মেলেনি বলেই জানিয়েছেন বিডিও৷ যদিও সুড়ঙ্গের ভিডিও তুলে বিশেষজ্ঞদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে৷ পাশাপাশি আপাতত বাড়ি তৈরির কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ৷