TRENDING:

Madhyamik Student Mystery Death: তিন বিষয়ে লেটার, খুশিতে ভাসছিল খড়দহের মাধ্যমিক পরীক্ষার্থী! ভোর হতেই শিউরে উঠলেন বাবা-মা

Last Updated:

ওই ছাত্রের নাম সাগর চৌধুরী৷ খড়দহের পাতুলিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল সাগর৷ মাধ্যমিক পরীক্ষায় ফল ভাল হওয়ায় ওই ছাত্র গতকাল সারাদিন খুশিই ছিল বলে দাবি তার পরিবারের সদস্যদের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুবীর দে, খড়দহ: তিনটি বিষয়ে লেটার নিয়ে গতকালই মাধ্যমিকে পাশ করেছিল সে৷ তার চব্বিশ ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু হল সেই ছাত্রের৷ শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করেই তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর চব্বিশ পরগণার খড়দহে৷ ওই ছাত্রকে খুন করা হয়েছে নাকি সে আত্মঘাতী হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ৷
মৃত মাধ্যমিক পরীক্ষার্থী সাগর চৌধুরী৷
মৃত মাধ্যমিক পরীক্ষার্থী সাগর চৌধুরী৷
advertisement

জানা গিয়েছে, মৃত ওই ছাত্রের নাম সাগর চৌধুরী৷ খড়দহের পাতুলিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল সাগর৷ মাধ্যমিক পরীক্ষায় ফল ভাল হওয়ায় ওই ছাত্র গতকাল সারাদিন খুশিই ছিল বলে দাবি তার পরিবারের সদস্যদের৷ সাগরের বাবা শম্ভু চৌধুরী জানিয়েছেন, মঙ্গলবার রাতে নিজের ঘরেই ঘুমোতে যায় সাগর৷ তাঁর পরিবারের সদস্যদের ধারণা, কোনও কারণে রাতেই বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে সম্ভবত বেরিয়ে গিয়েছিল ওই ছাত্র৷

advertisement

আরও পড়ুন: জগন্নাথ ধাম নামকরণে আপত্তি, পুরীর নিম কাঠেই দিঘায় বিগ্রহ? তদন্তের নির্দেশ ওড়িশা সরকারের

ভোরবেলা বাড়ির একেবারে সামনে একটি আম গাছের নীচ থেকে সাগরকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়৷ মৃত ছাত্রের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের দাবি, সাগরের শরীরের কোমর থেকে পা পর্যন্ত অংশের হাড় ভাঙা ছিল৷  হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি৷ কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই ছাত্রের৷

advertisement

ফলে পথ দুর্ঘটনায় সাগরের মৃত্যু হয়েছে নাকি তাকে খুন করা হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য৷ কোনও কারণে ওই মাধ্যমিক পরীক্ষার্থী আত্মঘাতী হয়েছে কি না, তাও স্পষ্ট নয়৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷ খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ৷ সাগরের মোবাইলের কল লিস্টও খতিয়ে দেখছে পুলিশ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই ছাত্রের মৃত্যুর কারণ স্পষ্ট হবে৷

advertisement

মৃত ছাত্রের বাবা শম্ভু চৌধুরী বলেন, ‘গতকাল সারাদিন ও খুব আনন্দেই ছিল৷ রাতে খাওয়াদাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ি৷ ভোরবেলা উঠে দেখি বাড়ির কাছেই ও পড়ে কাতরাচ্ছে৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বলেন ওর কোমরের নীচ থেকে সব হাড় ভাঙা ছিল৷ চোখের সামনেই ছেলেটা মারা গেল৷ কীভাবে এরকম হল, আমরা কিছুই বুঝতে পারছি না৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈশ্যের দাবি, আম গাছের নীচে যে জায়গায় ওই ছাত্র পড়েছিল, সেখানে একটি বড় গর্ত ছিল, তার পাশের একটি ছোট গাছও ভাঙা ছিল৷ সবমিলিয়ে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Student Mystery Death: তিন বিষয়ে লেটার, খুশিতে ভাসছিল খড়দহের মাধ্যমিক পরীক্ষার্থী! ভোর হতেই শিউরে উঠলেন বাবা-মা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল