সাধারণত হরিয়ার পড়া, নওদা থেকে শিবরাত্রি উপলক্ষে হিন্দু ভাই-বোনেরা বহরমপুর এর গঙ্গা স্নান করে গঙ্গাজল নিয়ে পায়ে হেঁটে নিজের গ্রামের শিব মন্দিরে জল ঢালেন।ধর্মীয় ভেদাভেদ ভুলে শিবরাত্রিতে মানব সেবার এক দৃষ্টান্ত হয়ে থাকল মুর্শিদাবাদের প্রত্যন্ত ব্লক হরিহরপাড়াতে৷ বহরমপুর থেকে হরিহরপাড়া রাস্তা খারাপ হওয়ায় খালি পায়ে হাঁটার সময় অনেকের পা দিয়ে রক্ত বের হতে দেখা যায়। যা দেখে স্থির থাকতে পারেননি মাদ্রাসার ছাত্র থেকে মৌলবীরা। প্রত্যেকের পায়ে ওষুধ লাগিয়ে সুস্থ করার দায়িত্ব নিচ্ছেন জাহিদুল, রফিক, সূরবেক মত ছাত্ররা। তদারকি করছেন এলাকার মৌলবী জাহিনুর হোসেন বিশ্বাস। সবিতা দেবী বলেন, আর যেতে পারছিলাম না। রাস্তা খুবই খারাপ। বেশ কয়েক জায়গায় কেটে গেছে। ভাই রা যেভাবে সেবা করল, তার চিরদিন মনে থাকবে। মাদ্রাসার ছাত্র জাহিদুল ইসলাম বলেন, আমরা এই কাজ পতি বছর করি। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো উচিত। সে কথা ইসলাম ধর্মে বলা আছে। সেই জন্য মাদ্রাসার ছেলেদের নিয়ে এই কাজ করে থাকে! তাতে উদারতা ও বাড়ে! ধর্মীয় ভেদাভেদ নিয়ে যখন সারাদেশ উত্তাল এই সময় এই ঘটনা অবশ্যই ব্যতিক্রম!
advertisement
Pranab Kumar Banerjee