TRENDING:

কালী মন্দিরে চোরের দল, ভোরের নমাজে বেরিয়ে রুখে দাঁড়ালেন এক মুসলিম

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

বৃহস্পতিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের বেড়াচাঁপা-২ পঞ্চায়েতের গিলেবেড়িয়া প্রাচীন কালী মন্দিরে৷ জানা গিয়েছে, অন্ধকার থাকতেই কালী মন্দিরে হানা দেয় তিন দুষ্কৃতী৷ কালী প্রতিমার গায়ে থাকা লক্ষাধিক টাকার গয়না চুরি করাই ছিল তাদের লক্ষ্য৷ মন্দিরের তালা কাটতে শুরু করে তারা৷

মন্দিরের ঠিক উল্টোদিকের বাড়ির বাসিন্দা আব্দুল লতিব মণ্ডল ভোরের নমাজ আদায় করার জন্য সেই সময় বাড়ি থেকে বেরোচ্ছিলেন৷ তিনি ওই চোরেদের তালা কাটতে দেখেন৷ চুরির উদ্দেশ্যেই তিনজন জড়ো হয়েছে বুঝতে পেরে বাড়ি থেকে ছেলে রবিউলকে ডেকে আনেন আব্দুল লতিব৷ এর পর মোবাইলে তিন চোরের কীর্তির ভিডিও করার পাশাপাশি প্রতিবেশীদের খবর দেন তাঁরা৷ এলাকার মানুষ জড়ো হতেই বেগতিক বুঝে পালানোর চেষ্টা করে তিন চোর৷ দু'জন পালাতে সক্ষম হলেও জয় বোদে (১৯) নামে একজনকে ধরে ফেলেন তাঁরা৷ ধৃতকে বেঁধে রেখে মারধরও করা হয়৷ পরে দেগঙ্গা থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে৷

advertisement

চুরি আটকানোয় আব্দুল লতিব এবং তাঁর ছেলেকে ধন্যবাদ জানিয়েছেন মন্দির কমিটির সদস্যরা৷ আর আব্দুল লতিব বলেন, 'আমি যেমন নিজের ধর্মকে ভালোবাসি তেমন অন্যের ধর্মকেও সম্মান করি। তাঁদের ধর্মের উপর আঘাত মেনে নিতে পারিনি তাই জীবনের ঝুকি নিয়ে চুরি আটকানোর চেষ্টা করেছি। '

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Jiaul Alam

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কালী মন্দিরে চোরের দল, ভোরের নমাজে বেরিয়ে রুখে দাঁড়ালেন এক মুসলিম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল