TRENDING:

Rich Beggar:সন্তানদের অবহেলায় মায়ের দিন চলত ভিক্ষা করে, ভিখারিণীর মৃত্যুর পর তাঁর সঞ্চয়ের লক্ষ লক্ষ টাকা নিতে ভাঙা বাড়িতে ছুটে এলেন ৪ ছেলেমেয়ে...তার পর যা হল

Last Updated:

Rich Beggar:ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে গ্রামবাসীরা দেখতে পাওয়া যায় তার বাড়িতে প্রচুর টাকা পয়সা রয়েছে। এই ঘটনায় রীতিমতো অবাক হয়ে যান এলাকাবাসী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: ‘ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার।’ নচিকেতার সেই বিখ্যাত বৃদ্ধাশ্রম গানের এই লাইন মন ছুঁয়ে গিযেছিল শ্রোতার। গানের সঙ্গে বাস্তব জীবনেও অনেকের মিল খুঁজে পাওয়া যায়। এক ভিক্ষাজীবী বৃদ্ধার মৃত্যুর পর তাঁর বাড়ি থেকে উদ্ধার হল ২লক্ষ ২৩ হাজার ৪১৪ টাকা। এই এই ঘটনায় ব্যাপক শোরগোলের সৃষ্টি হয় ভগবানগোলার বেলিয়াচকপাড়া এলাকায়। আর সেই টাকা নিতে ছুটে এলেন তাঁর ছেলেমেয়েরা।
advertisement

জানা যায়, অসেনুর বেওয়া নামে এক বৃদ্ধার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়। এরপর ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে গ্রামবাসীরা দেখতে পাওয়া যায় তার বাড়িতে প্রচুর টাকা পয়সা রয়েছে। এই ঘটনায় রীতিমতো অবাক হয়ে যান এলাকাবাসী। পরে তাঁরা গুনে দেখেন ওই বৃদ্ধার বাড়িতে খুচরো পয়সা-সহ মোট ২৪ হাজার ৮০০ টাকা রয়েছে। অবশেষে গুনে দেখা যায় ৫০০, ২০০, ১০০-সহ মোট টাকার পরিমাণ ২লক্ষ ২৩ হাজার ৪১৪ টাকা।

advertisement

গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, অসেনুর বেওয়ার চার ছেলে মেয়ে থাকলেও তাঁকে কেউ দেখাশোনা করতেন না। শুধু তাই নয়, খোঁজখবর তো দূরে থাকুক, তাঁর সঙ্গে একই বাড়িতে থাকত না পরিবারের কেউ। ফলে বৃ্দ্ধা অসেনুর বেওয়া মূলত ভিক্ষা করে জীবন ধারণ করতেন এবং একটি মাটির বাড়িতেই থাকতেন তিনি। তবে তাঁর মৃত্যুর পর শেষকৃত্য সম্পন্ন করেই ভিড় জমান সন্তানরা। সে সময়, ঘরের বাক্স থেকে উদ্ধার হয় নগদ অর্থ। নগদ অর্থ গুনতে গিয়ে উদ্ধার হয় এই ২ লক্ষ টাকা। ইতিমধ্যেই ২লক্ষ ২৩ হাজার ৪১৪ টাকা উদ্ধার করা হয়। যা নিয়ে রীতিমতো হৈ চৈ পড়ে যায় এলাকায়। গ্রামের বাসিন্দারা ছুটে এলেও নগদ অর্থ তুলে দেওয়া হয়নি তার ছেলেমেয়ের হাতে।

advertisement

আরও পড়ুন : টাকা আসবে ঝেঁপে! বিদেশবাসের সুবর্ণসুযোগ! অফিসে প্রোমোশন! মাঘী পূর্ণিমায় সৌভাগ্যের পাহাড়চূড়ায় ৩ রাশি

সেরা ভিডিও

আরও দেখুন
বিপ্লবীরা এখানে তৈরি করতেন স্বাধীনতার রণনীতি, আজ সেই মন্দিরই ভক্তিপীঠ, মা কালীর অর্চনা হয়
আরও দেখুন

তবে গ্রামের বাসিন্দাদের দাবি, জীবিত থাকাকালীন বৃদ্ধাকে না দেখতে এলেও এখন মৃত্যুর পর টাকার জন্য ছুটে এসেছেন সকলেই। নগদ অর্থ কোনও সামাজিক কাজে ব্যবহার করা হবেই বলে জানানো হয়েছে। যদিও পরে তাতেই সম্মতি দেন পরিবারে সদস্যরাও।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rich Beggar:সন্তানদের অবহেলায় মায়ের দিন চলত ভিক্ষা করে, ভিখারিণীর মৃত্যুর পর তাঁর সঞ্চয়ের লক্ষ লক্ষ টাকা নিতে ভাঙা বাড়িতে ছুটে এলেন ৪ ছেলেমেয়ে...তার পর যা হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল